মাদকের কারণে যুব সমাজ ধংশের দিক অগ্রসর হচ্ছে দিনের পর দিন।

সিলেট জেলা প্রতিনিধি : সিলেট সদর খাদিম নগর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড এলাকা দিন ইয়ার ফুট থানা আওতাভুক্ত খাদিম নগর টি চা বাগান, বরজান চা বাগানের মাজ লাইন বস্তি এলাকার ভেতরে 3 নং উপজাতি কুলি বস্তি লাইন বাগমারা এরিয়ার ভেতর বস্তি লাইন শেষ সুমন উপজাতি কুলি সুমনের ঘরের পাশে ভেতরে সবুজ প্রেসিডেন্ট এর দখলীয় বাড়ীর ভেতর পাশে বরজান চা বাগানের ভেতর অবৈধ ভাবে জমজমাট ইয়াবা ব্যবসা।
গাঁজা বিক্রি সেবন করা জুয়া খেলা চুরাই মদ সহ ছুওয়াই মদ সহ বিক্রি হচ্ছে অবিরাম এতে জড়িত রয়েছে বরজান চা বাগানের মাজ লাইন বস্তি এলাকায় বিলাস ব্যানার্জি বরজান বস্তি এলাকার সভাপতি সবুজ প্রেসিডেন্ট এর যুগ সাজে বাগানের ভেতর অবৈধ ভাবে মরন নেশা ইয়াবা ব্যবসা গাঁজা বিক্রি জুয়া খেলা তীর জুয়া খেলা চুয়াইল মদ চুরাই মদ সহ বিক্রি করছে এতে জড়িত রয়েছে মহন উপজাতি কুলি কবির চাষা উপজাতি কুলি খাবরু উপজাতি কুলি সহ ৩ নং উপজাতি কুলি বস্তি এলাকার ভেতরে মৃত ধনঞ্জর ছেলে সুমন উপজাতি কুলি সহ আরো অনেক জরিত রয়েছে অনেকের নাম জানা নেই।
এরা সবাই মিলে জমজমাট ইয়াবা ব্যবসা গাঁজা বিক্রি সেবন করা জুয়া খেলা তীর জুয়া খেলা জানডু মান্ডু জুয়া খেলা চুয়াইল মদ সহ ভারতের চুরাই মদ সহ ভাতের পঁচা হারিয়া মদ সহ বিক্রি হচ্ছে অবিরাম এতে জড়িত রয়েছে বিলাস ব্যানার্জি সহ তাদের চেলটারে মহন উপজাতি কুলি সহ আরো অনেক জরিত রয়েছে এতে পরিবেশ প্রতিবেশ যুব সমাজ দংশ দিগ অগ্রসর হচ্ছে দিনের পর দিন প্রতিদিন বিভিন্ন স্থানের মানুষ এসে পাইকারি খুচরা বিক্রি হচ্ছে কিনে নিয়ে যাচ্ছে এবং মদ খেয়ে মাতাল হয়ে জুয়া খেলা তীর জুয়া খেলা চালিয়ে যাচ্ছে অবিরাম এতে পুলিশ কর্মকর্তা গং নিরব ভূমিকা রয়েছে।
এদিধংস জমজমাট ইয়াবা ব্যবসা গাঁজা বিক্রি জুয়া খেলা তীর জুয়া খেলা জানডু মুন্ডু জুয়া খেলা চালিয়ে যাচ্ছে অবিরাম এতে সমাজ প্রতিবেশ যুব সমাজ দংশ হচ্ছে দিনের পর দিন মাদকের কারণে ধংস হচ্ছে এ সমাজ প্রতিবেশ পরিবেশ ছেলে মেয়ে বাচ্চা সহ বিদ্ধ মানুষ মাদকের হাত থেকে রক্ষা হতে পারছেনা এ সমাজ প্রতিবেশ।
এতে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন ও অপরাধ বিচিত্রার পক্ষ থেকে সিলেট পুলিশ কমিশনার মহোদয় সুদৃষ্টি কামনা করছি এবং ইয়ার ফুট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেবের সুদৃষ্টি কামনা করছি যে এ বিষয়ে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি বিনীত অনুরোধ রইলো মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হোক এই প্রতিবাদ প্রতিরোধ সামাজিক আন্দোলন গড়ে তুলুন মাদক মুক্ত দেশ আমাদের স্বপ্ন এগিয়ে নিন।



