ইসলাম ধর্ম

ইস্তিগফারের উপকারিতা: দোয়া কবুলের অব্যর্থ হাতিয়ার

ইসলামিক বিচিত্রা ডেস্কঃ

নিয়মিত ইস্তিগফার বা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করার মাধ্যমে একজন মুমিন বান্দা ইহকাল ও পরকালে অসংখ্য নিয়ামত ও উপকার লাভ করে থাকেন। এটি আল্লাহর নৈকট্য লাভের অন্যতম শ্রেষ্ঠ উপায়।

নিম্নে ইস্তিগফারের প্রধান উপকারিতাসমূহ তুলে ধরা হলো:

১। প্রচুর বৃষ্টি বর্ষণ: অধিক ইস্তিগফারের ফলে আল্লাহ জমিনে প্রচুর বৃষ্টি বর্ষণ করেন, যার মাধ্যমে বাগান ও শস্যের ফলন বৃদ্ধি পায় এবং নদী-নালা সজীব থাকে।

২। উত্তম জীবিকা ও সন্তান: আল্লাহ ইস্তিগফারকারীকে উত্তম সম্পদ, নেক সন্তান এবং প্রশস্ত জীবিকা দ্বারা সম্মানিত করেন।

৩। জীবনযাত্রায় সহজতা: এর মাধ্যমে দ্বীন পালন করা সহজ হয় এবং কর্মজীবন সুখ ও শান্তিময় হয়।

৪। আল্লাহর নৈকট্য: ইস্তিগফার আল্লাহ ও তাঁর বান্দার মধ্যকার দূরত্ব কমিয়ে দেয়।

৫। দুনিয়ার প্রতি নির্লিপ্ততা: ইস্তিগফারকারীর দৃষ্টিতে দুনিয়ার মোহ তুচ্ছ হয়ে যায়।

৬। শয়তান থেকে সুরক্ষা: আল্লাহ তাকে মানব ও জিন শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করেন।

৭। ঈমানের স্বাদ লাভ: এর মাধ্যমে দ্বীন ও ঈমানের প্রকৃত স্বাদ আস্বাদন করা যায়।

৮। আল্লাহর ভালোবাসা অর্জন: নিয়মিত ক্ষমা প্রার্থনার মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জিত হয়।

৯। প্রজ্ঞা ও বিশ্বাস বৃদ্ধি: এটি বান্দার বিচক্ষণতা, দূরদর্শিতা ও বিশ্বাসকে বাড়িয়ে দেয়।

১০। দুশ্চিন্তা মুক্তি: মনের সব ধরনের দুশ্চিন্তা, অস্থিরতা ও পেরেশানি দূর হয়ে যায়।

১১। বেকারত্বের অবসান: এর বরকতে রিজিকের সংকট ও বেকারত্ব দূর হয়।

১২। আল্লাহর সন্তুষ্টি: আল্লাহ তা’আলা তাঁর বান্দার তওবায় আনন্দিত হন এবং এর মাধ্যমে তাঁর নৈকট্য অর্জিত হয়।

১৩। মৃত্যুকালে সুসংবাদ: মৃত্যুর সময় ফেরেশতারা ইস্তিগফারকারীর জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে আসেন।

১৪। আরশের ছায়া লাভ: হাশরের ময়দানে মানুষ যখন তীব্র গরম ও ঘামে নিমজ্জিত থাকবে, তখন ইস্তিগফারকারী আরশের ছায়ায় আশ্রয় পাবে।

১৫। কিয়ামতের দিন সম্মানিত দলে অন্তর্ভুক্তি: কিয়ামতের কঠিন দিনে মানুষ যখন দিশেহারা থাকবে, ইস্তিগফারকারী ডানপন্থী মুত্তাকিদের দলে থাকবে।

১৬। পাপ থেকে বেঁচে থাকা: এর মাধ্যমে মন্দ ও অশ্লীল কাজ থেকে বেঁচে থাকার শক্তি অর্জিত হয়।

১৭। ফেরেশতাদের দোয়া: আরশ বহনকারী ফেরেশতাগণও ইস্তিগফারকারীর জন্য আল্লাহর নিকট দোয়া করেন।

উৎস: নাদ্বরতুন নাঈম ফি মাকারিমি আখলাকির রাসূল (২/৩০২)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button