এক দেশে দুই আইন চলবে না’, মানিকছড়িতে বললেন রফিকুল ইসলাম মাদানি

মোঃ মোকতাদের হোসেন:
খাগড়াছড়ির মানিকছড়িতে ‘এক দেশে দুই আইন চলতে পারে না’ উল্লেখ করে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংগঠনগুলোর চাঁদাবাজি, অপহরণ ও খুনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের ডাক দিয়েছেন দেশবরেণ্য আলেম মাওলানা মো. রফিকুল ইসলাম মাদানি।
রবিবার (১০ আগস্ট) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে আল-আমানাহ্ সংস্থার আয়োজনে ‘পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি’ শীর্ষক এক সেমিনারে প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন।
মাওলানা রফিকুল ইসলাম মাদানি বলেন, “এক দেশে দুই আইন চলবে না, ৬১ জেলার আইন দিয়েই ৬৪ জেলা চলবে। তথাকথিত শান্তিচুক্তির (পার্বত্য চট্টগ্রাম চুক্তি) নামে বাঙালিদের ওপর সশস্ত্র সংগঠনের চাঁদাবাজি, অপহরণ, গুম ও খুন আর চলতে দেওয়া যাবে না। মুসলমান জাতিকে এই কালো আইনের মাধ্যমে জিম্মি করে বর্বরোচিত সন্ত্রাসী হামলা চালিয়ে শাসন করার দিন শেষ।”
তিনি এসব অপশাসন ও অপ-রাজনীতির বিরুদ্ধে জনমত গড়ে তুলতে ইমাম, ওলামা-মাশায়েখদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সাথে তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করার জন্য অনুরোধ করেন।
আল-আমানাহ্ সংস্থার সভাপতি হাফেজ শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং মুফতি মাঈন উদ্দিন জামিল ও তারেকুজ্জামানের যৌথ সঞ্চালনায় সেমিনারটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশেষ আলোচক মুফতি মাহমুদুল হাসান গুনবী, ১নং মানিকছড়ি ইউপি প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ মোকতাদের হোসেন, মুফতি রবিউল ইসলাম শামীমসহ স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।



