অন্যান্যঅপরাধআইন ও বিচার

রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূলহোতা রাব্বী মণ্ডল গ্রেফতার

রাজশাহী জেলা প্রতিনিধিঃ রাজশাহী জেলার চারঘাট উপজেলার ইউসুফপুর সিপাহীপাড়া এলাকা থেকে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের মূলহোতা রাব্বী মণ্ডলকে (১৮) গ্রেফতার করেছে র‍্যাব-৫। একই অভিযানে অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৫ এর একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপহৃত ছাত্রীটি নাজিরগঞ্জ সাহিদা জালিল গার্লস স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত রাব্বী মণ্ডল, যিনি পাবনার সুজানগর থানার বাসিন্দা, দীর্ঘদিন ধরে মেয়েটিকে স্কুলে যাতায়াতের পথে প্রেমের প্রস্তাব ও বিয়ের প্রলোভন দিয়ে আসছিল। এ বিষয়টি মেয়ের পরিবার রাব্বীর পরিবারকে জানালে সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।

গত ১৪ জুলাই সকাল আনুমানিক ১০টায় রাব্বী তার সহযোগীদের নিয়ে মেয়েটিকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে অপহরণ করে। এ ঘটনায় অপহৃত স্কুলছাত্রীর মা পাবনার সুজানগর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী আসামীদের গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধারের জন্য নজরদারি বাড়ায়। অবশেষে, ১০ আগস্ট ভোর ৫টা ১৫ মিনিটে র‍্যাব-৫ ইউসুফপুর সিপাহীপাড়া এলাকায় অভিযান চালিয়ে মূল অপহরণকারী রাব্বীকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত স্কুলছাত্রীকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৫।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button