সাতকানিয়ায় পুলিশের অভিযানে ৬ লাখ টাকার ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

অপরাধ বিচিত্রা ডেস্কঃ চট্টগ্রামের সাতকানিয়ায় একটি বিশেষ অভিযান চালিয়ে ২,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট, ২০২৫) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর থেকে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।
আটককৃতরা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ক্যান্টনমেন্ট এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মো. জোবায়ের (৩০) এবং একই ইউনিয়নের লেদা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ সৈয়দের ছেলে নুর সৈয়দ (২০)।
সাতকানিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৩টা ৫৫ মিনিটের দিকে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জহির আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল কেওঁচিয়া ইউনিয়নের খুনীবটতল এলাকায় ওবাইদিয়া ইসলামিয়া মাদ্রাসার গেইটের কাছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন দুই যুবককে তল্লাশি করে তাদের কাছ থেকে মোট ২,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রত্যেকের কাছ থেকে ১,০০০ পিস করে ইয়াবা পাওয়া যায়।
এ ঘটনায় এসআই মোহাম্মদ জহির আমিন বাদী হয়ে আটক দুজনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে একটি মামলা দায়ের করেছেন। মামলার নম্বর ০৭।
সাতকানিয়া থানা পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই (নিঃ) উত্তম কুমার রাজবংশীকে এবং এটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।



