সাতক্ষীরায় নিখোঁজ ১ সন্তানের জননী, ৫ দিনেও মেলেনি সন্ধান

মোঃ শাহিনুর রহমান শাহিন:
নিখোঁজ হওয়ার পাঁচ দিন পেরিয়ে গেলেও এক সন্তানের জননী ঈশিতা আক্তার মিম (২১)-এর সন্ধান মেলেনি। এ বিষয়ে তাঁর স্বামী গোলাম সরোয়ার বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যার নম্বর ৩৭৪।
সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের বাবুলিয়া গ্রামের রুহুল আমিনের পুত্র গোলাম সরোয়ারের সাথে কলারোয়া উপজেলার কেড়াগাছী ইউনিয়নের বাকসা গ্রামের মনিরুল ইসলামের কন্যা ঈশিতা আক্তার মিমের পারিবারিকভাবে বিবাহ হয়। তাঁদের তাসনিম নামে দুই বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
নিখোঁজের বিষয়ে জানতে চাইলে ঈশিতার স্বামী গোলাম সরোয়ার বলেন, “আমার স্ত্রী মোবাইল ফোনে অন্য এক পুরুষের সাথে কথা বলত, যা নিয়ে আমাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এমনকি সে কয়েকবার নিজের মোবাইল ফোন নিজেই ভেঙে ফেলে এবং অন্য ফোন দিয়ে লুকিয়ে কথা বলত।”
তিনি আরও জানান, “গত ৫ই আগস্ট, আনুমানিক দুপুর ৩টার দিকে, সে পাশের বাড়িতে যাওয়ার কথা বলে দুই বছরের কন্যা তাসনিমকে রেখে বাড়ি থেকে চলে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে আমি সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করি।”
এ বিষয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সরোয়ার হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “সাধারণ ডায়েরির পরিপ্রেক্ষিতে তদন্তের জন্য যা যা প্রয়োজন, সেই প্রক্রিয়া চলমান আছে।”



