Uncategorizedশিক্ষা

সরকারি বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দাবি

মো. ইফাজ খাঁ:

হবিগঞ্জের মাধবপুরে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে মাধবপুর প্রেসক্লাবে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, মাধবপুর উপজেলা শাখা এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৫ জুলাই ২০২৫ তারিখের সিদ্ধান্ত অনুযায়ী, শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫” আয়োজনের কথা বলা হয়েছে। এই সিদ্ধান্তকে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করার একটি বৈষম্যমূলক এবং নেতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করা হয়।

সংগঠনের সভাপতি সাইফুল হক মীর্জা বলেন, “২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের প্রতিষ্ঠানের মাধ্যমে অংশ নিয়ে ব্যাপক সাফল্য অর্জন করেছে।” তাই কোমলমতি শিক্ষার্থীদের সমঅধিকার রক্ষায় এবং মেধা যাচাইয়ের সুযোগ অব্যাহত রাখতে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পুনর্বহালের জন্য তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রতি জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের উপজেলা সহ-সভাপতি গিয়াস উদ্দিন মাহমুদ ও আফরোজ আক্তার নিলা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ মানিকসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button