চট্টগ্রামদেশবাংলাদেশরাজনীতিরাষ্ট্রনীতি

চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক

এম এ মান্নান: হেযবুত তওহীদের আয়োজনে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহম্মেদ হলে। বৈঠকে বক্তারা আল্লাহর দেওয়া জীবনব্যবস্থার ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় কাঠামোর রূপরেখা তুলে ধরেন এবং মানব রচিত গণতান্ত্রিক ব্যবস্থার সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করেন।

মূল বক্তব্য ও আলোচনার বিষয়বস্তু

হেযবুত তওহীদের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক উপ-সম্পাদক রাকিব আল হাসান সংগঠনের প্রতিষ্ঠাতা হোসাইন মোহাম্মদ সেলিমের রচিত গ্রন্থের আলোকে রাষ্ট্রব্যবস্থার কাঠামো তুলে ধরেন। তিনি বলেন, “মানবরচিত আইন ও ব্যবস্থায় জাতির সংকটের সমাধান হয়নি। ব্রিটিশ আইন ও রোমান আইনের অন্ধ অনুকরণে দেশে মামলার জট, অন্যায় ও অশান্তি বেড়েছে।”

সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান বলেন, “গণতন্ত্র ধান্দাবাজির রাজনীতির সুযোগ তৈরি করেছে। ইসলামের বিকৃত রূপ নিয়ে ভীতি ছড়ানো হলেও প্রকৃত ইসলাম অপরাধ নির্মূলে কার্যকর ছিল।”

অংশগ্রহণকারী বিশিষ্টজন

সভায় সভাপতিত্ব করেন নজরুল ইসলাম সবুজ। সঞ্চালনায় ছিলেন মাহাবুব আলম। মতামত দেন—

  • জাহেদুল করিম কচি
  • মাইন উদ্দিন কাদেরী শওকত
  • প্রফেসর মাহবুব
  • কামরুল হুদা
  • কামাল পারভেজ
  • সোহাগ আরেফিন
  • প্রমুখ।

উপস্থিতি ও প্রতিক্রিয়া

বৈঠকে অংশ নেন সাংবাদিক, শিক্ষক, ধর্মীয় নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার বাস্তবায়ন, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button