ধর্মানন্দ মহাথেরের স্মরণে রাউজানে সভা

নিজস্ব প্রতিবেদক: রাউজান উপজেলার ১২ নম্বর উরকিরচর ইউনিয়নের পূর্ব আবুরখীল তালুকদার পাড়ার শান্তিময় বিহারের উপাসক, প্রয়াত যতীন্দ্র লাল বড়ুয়ার পুত্র, সংঘপিতা প্রয়াত প্রিয়দর্শী বড়ুয়া ও সংঘমাতা দেবী রানী বড়ুয়ার কনিষ্ঠপুত্র এবং শান্তিময় বিহারের নবরূপকার, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার কৃতি সাংঘিক ভিক্ষু ব্যক্তিত্ব, কর্মবীর প্রয়াত প্রজ্ঞানন্দ মহাথেরের প্রাণপ্রতিম শিষ্য—রাউজান কেউটিয়া খামারবাড়ি সার্বজনীন ধর্মদূত বিহারের অধ্যক্ষ রত্নসুহৃদ ধর্মানন্দ মহাথেরের পেটিকাবদ্ধ, অষ্টপরিস্কারসহ সংঘদান ও স্মৃতিচারণ সভা ২৩ জুন সার্বজনীন ধর্মদূত বিহারে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের এবং সঞ্চালনায় ছিলেন অর্থ-সম্পাদক সংঘনিধি সুমঙ্গল থের। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৯তম সংঘনায়ক অধ্যাপক ড. বনশ্রী মহাথের। প্রধান জ্ঞাতী হিসেবে উপস্থিত ছিলেন ধর্মসেনাপতি অভয়ানন্দ মহাথের। উদ্বোধক ছিলেন সহ-উপসংঘনায়ক শাসনতিলক সদ্ধর্মজ্যোতি শিক্ষাবিদ সুনন্দ মহাথের। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মহাসচিব প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথের।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
- বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার সভাপতি মৈত্রীবারিধি পরমানন্দ মহাথের
- যুগ্ম সাধারণ সম্পাদক ড. প্রিয়দর্শী মহাথের
- সাংগঠনিক সম্পাদক ভদন্ত সংঘানন্দ মহাথের
- উপদেষ্টা সংঘবন্ধু দেবানন্দ মহাথের
- যুবর সাধারণ সম্পাদক কর্মবীর করুনাশ্রী মহাথের
- আবুরখীল জেতবন বিহারের অধ্যক্ষ ও শিক্ষা-সংস্কৃতিক সম্পাদক সংঘসুহৃদ ধর্মপ্রিয় মহাথের
- শাসনসারথী তিসসানন্দ মহাথের
- সহকারী অর্থ-সচিব ভদন্ত দেবমিত্র থের
- সদ্ধর্মসারথি সুমনবংশ মহাথের
- তরুণ সাংঘিক ব্যক্তিত্ব ভদন্ত করুনাপ্রিয় থের
- ভদন্ত মেত্তানন্দ থের
- প্রমুখ ভিক্ষুসংঘ।
স্বাগত বক্তব্য প্রদান করেন বাবু বিমল বড়ুয়া। স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন—
- শান্তিময় বিহার পরিচালনা কমিটির সভাপতি রূপতি রঞ্জন বড়ুয়া
- রাউজান প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়া
- সাবেক অর্থ সম্পাদক রাজু বড়ুয়া
- বর্তমান অর্থ সম্পাদক কমল বড়ুয়া বাবুল
- ডাক্তার উদয়ন বড়ুয়া বাপ্পি
- ডাক্তার কিরণ বড়ুয়া
- স্বজন কুমার বড়ুয়া
- পংকজ চৌধুরী
- দীপংকরশ্রী বড়ুয়া
- বিনন্দ বড়ুয়া
- শিক্ষক দীপন কান্তি বড়ুয়া
- শিক্ষক তাপস বড়ুয়া
- ব্যাংকার রতন বড়ুয়া প্রমুখ।
পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন রাউজান কেউটিয়া খামারবাড়ি সার্বজন



