অপরাধএক্সক্লুসিভখাগড়াছড়িবাংলাদেশ

সিন্দুকছড়ি সেনা জোনের অভিযানে ইউপিডিএফ কালেক্টর অস্ত্র ও কার্তুজসহ আটক

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ির সিন্দুকছড়ি সেনা জোনের একটি বিশেষ অভিযানে ইউপিডিএফ মূল দলের এক কালেক্টরকে অস্ত্র ও কার্তুজসহ আটক করা হয়েছে।

২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি জোন সদরের ওয়াহ অফিসার (ডিএমটি) আব্দুল লতিফের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল সোমবার রাত আনুমানিক ১১টার দিকে গুইমারা উপজেলার বরইতলী এলাকায় রাত্রিকালীন টহল পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ কাঠের গাড়িতে চাঁদা আদায় করতে আসা ওই কালেক্টরকে ধরা হয়।

আটককৃতের নাম কলইপা ত্রিপুরা (৩৫), পিতা: দয়া ভোষন ত্রিপুরা, মাতা: সাবেত্রী ত্রিপুরা; ঠিকানা: গ্রাম বরইতলী, গুইমারা থানা, খাগড়াছড়ি জেলা। সেনা সদস্যরা তার কাছ থেকে একটি দেশি লং গান (এলজি), একটি কার্তুজ ও একটি বাটন ফোন উদ্ধার করে।

পরে আটক ব্যক্তিকে গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য অঞ্চলে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা এবং সন্ত্রাসী কার্যক্রম, অবৈধ চাঁদাবাজি ও শান্তি বিনষ্টকারী সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button