
মুফতি হাবিবুর রহমান কাসেমীর উপস্থিতিতে মাওলানা মুশাহিদ আহমদ সভাপতি, মাওলানা ইকবাল সাধারণ সম্পাদক নির্বাচিত
আব্দুল বাছির: ধর্মপাশা উপজেলা জমিয়তের সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়ন কাউন্সিল অধিবেশন উপলক্ষে এক বর্ধিত আলোচনা সভার মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ১৪ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার আয়োজিত এই সভায় নবীন ও প্রবীণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্ধিত সভার আয়োজন
সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়ন কাউন্সিল অধিবেশনকে কেন্দ্র করে এই বর্ধিত সভার আয়োজন করা হয়। সভায় ধর্মপাশা উপজেলা জমিয়তের সভাপতি শাইখুল হাদিস মুফতি হাবিবুর রহমান কাসেমী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভার সভাপতিত্ব করেন মাওলানা মুশাহিদ আহমদ এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন মাওলানা ইকবাল।
উপস্থিত নেতৃবৃন্দ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আলতাফুর রহমান। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি আবুল বাসার, সহ-সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম, জামালগঞ্জ উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা মাসরুফ, জমিয়ত নেতা মাওলানা আব্দুল্লাহ, মাওলানা মিজবাহ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।
নতুন কমিটি ঘোষণা
আলোচনা সভা শেষে ধর্মপাশার সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়নের জমিয়তের পুনর্গঠিত কমিটি ঘোষণা করা হয়। এই নতুন কমিটিতে যারা দায়িত্ব পেয়েছেন:
- সভাপতি: মাওলানা মুশাহিদ আহমদ
- সহ-সভাপতি: মাওলানা হাবিবুর রহমান
- সাধারণ সম্পাদক: মাওলানা ইকবাল
নবনির্বাচিত এই কমিটি এলাকার ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।



