অন্যান্যসংগঠন

বুড়িচং–ব্রাহ্মণপাড়ায় বন্ধু সেবা সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি

মোঃ সাইফুল ইসলাম ভুইয়া, ব্রাহ্মণ পাড়া উপজেলা প্রতিনিধি : কুমিল্লার বুড়িচং–ব্রাহ্মণপাড়া বন্ধু সেবা সংগঠনের উদ্যোগে পঞ্চম বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় আছাদনগর কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মাদ্রাসায়ে মো. রফিকুল হক ভূঁইয়া ইসলামি রিচার্জ সেন্টারের প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. আরিফুল হক ভূঁইয়া। তিনি গুরুত্বপূর্ণ কারণে উপস্থিত হতে না পারলেও ভিডিও কলে সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে সবার প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, বন্ধু সেবা সংগঠন যে সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ চালিয়ে যাচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তিনি সংগঠনের আরও সাফল্য কামনা করেন।

কর্মসূচিতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মামুন। সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম ভূঁইয়া বলেন, একটি সেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন  বন্ধু সেবা সংগঠনের উদ্যোগে পঞ্চমবারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। বুড়িচং–ব্রাহ্মণপাড়ার বিভিন্ন স্থানে পথচারী ও শিক্ষার্থীদের মাঝে প্রায় এক হাজার ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ করা হবে। কাঁঠাল, পেয়ারা, লেবু, আমড়া, কাঠগাছ ও সুপারি চারা রোপণ ও বিতরণ করা হচ্ছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম চালিয়ে যেতে পারি।

অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র সহসভাপতি মো. মনির হোসেন , ইউপি সদস্য আহসান হাবিব সোহাগ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সাইফুল বাসার ও এনামুল হক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সামসুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক সুমন চন্দ্র সূত্রধর, নির্বাহী সদস্য সাংবাদিক রেজাউল করিম,সহ-সভাপতি  মোহাম্মদ আবু তাহের, সমাজসেবক ময়নাল হোসেন, সরাফাত উদ্দিন, ডা. বিল্লাল হোসেন, এনামুল হক ভূঁইয়া, হুমায়ুন কবির, নির্বাহী সদস্য শামীম, সারোয়ার খানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button