অন্যান্যঅপরাধআইন ও বিচারএক্সক্লুসিভজাতীয়ঢাকাপ্রশাসনবাংলাদেশ

মতিঝিলে সম্পত্তি দখল: সম্পাদককে হুমকি ও মামলায় হয়রানি

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মতিঝিলের একটি সরকারি সম্পত্তি দখলের উদ্দেশ্যে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধরকে লাগাতার হয়রানি, মিথ্যা মামলা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে ইমতিয়াজ উদ্দিন হিরন নামের এক ব্যক্তির বিরুদ্ধে, যাকে ভুক্তভোগীরা ‘ভূমিদস্যু’ হিসেবে আখ্যায়িত করেছেন। ২০১৯ সাল থেকে চলমান এই বিবাদে একাধিকবার সন্ত্রাসী হামলা ও মামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী সম্পাদক।

ঘটনার সূত্রপাত ও সন্ত্রাসী হামলা

অভিযোগ অনুযায়ী, ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মতিঝিলের ১৫১ নম্বর হোল্ডিংয়ের একটি সরকারি সম্পত্তি। অশোক ধর ২০১৬ সাল থেকে সাইফুল কাদের নামের এক ব্যক্তির কাছ থেকে জায়গাটি ভাড়া নিয়ে পত্রিকার অফিস পরিচালনা করে আসছেন। ২০১৯ সালের ২৬ অক্টোবর প্রায় ১৫০-১৬০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী, যারা নিজেদের ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠনের কর্মী বলে পরিচয় দেয়, তারা অশোক ধরসহ মোট পাঁচজন ভাড়াটিয়ার ওপর হামলা চালায়।

কবি অশোক ধর জানান, “হামলাকারীরা আমার পত্রিকার অফিস ভাঙচুর করে, গুরুত্বপূর্ণ নথি ও সিসিটিভি ক্যামেরার ডিভিআর লুট করে নিয়ে যায় এবং আমাকে প্রাণনাশের হুমকি দেয়।” এই ঘটনায় তিনি মতিঝিল থানায় ইমতিয়াজ উদ্দিন হিরনকে প্রধান অভিযুক্ত করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মিথ্যা মামলা দিয়ে হয়রানি

সম্পত্তি দখলে ব্যর্থ হয়ে হিরন আইনি পথে হয়রানি শুরু করেন বলে অভিযোগ। ২০২০ সালে তিনি অশোক ধরসহ পাঁচ ভাড়াটিয়ার বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। তবে দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে সাক্ষ্যপ্রমাণের অভাবে গত ১০ আগস্ট, ২০২৫ তারিখে আদালত সকল আসামিকে বেকসুর খালাস প্রদান করে।

এরপর ২০২৪ সালে হিরন নিজেকে জমির মালিক দাবি করে ভাড়া আদায়ের জন্য আদালতে আরেকটি মামলা দায়ের করেন। এই মামলায় মতিঝিল থানার একজন পুলিশ কর্মকর্তা হিরনের পক্ষে পক্ষপাতদুষ্ট প্রতিবেদন দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

সম্পত্তির প্রকৃত মালিকানা ও আইনি প্রেক্ষাপট

অনুসন্ধানে জানা যায়, ১৫১, মতিঝিলের এই সম্পত্তিটি মূলত গণপূর্ত মন্ত্রণালয়ের। সাইফুল কাদেরের বাবা জায়গাটি লিজ নিলেও মেয়াদ শেষে নবায়ন না করায় এটি সরকারের ‘খ’ তফসিলভুক্ত সম্পত্তিতে পরিণত হয়। অর্থাৎ, এর মালিকানা সরকারের।

এই তথ্য জানার পর অশোক ধর তার পত্রিকার নামে জায়গাটি বরাদ্দের জন্য গণপূর্ত বিভাগে আবেদন করেন। বর্তমানে পত্রিকার ট্রেড লাইসেন্স, বিদ্যুৎ ও পানির সংযোগসহ সকল দাপ্তরিক কাগজপত্র এই ঠিকানাতেই রয়েছে। অশোক ধরের অভিযোগ, “হিরন কোনোভাবেই এই জমির মালিক নন। তিনি ভুয়া তথ্য দিয়ে আদালতকে বিভ্রান্ত করে আমাদের হয়রানি করছেন।”

হামলা ও হুমকি অব্যাহত

অভিযোগ, সরকার পরিবর্তনের পর গত ২৩ জানুয়ারি, ২০২৫ তারিখে হিরন পুনরায় সন্ত্রাসী বাহিনী নিয়ে অশোক ধরের অফিসে হামলা চালান। এ ঘটনায় থানায় আরেকটি জিডি করা হয়েছে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের মতে, ২০১৯ সাল থেকেই হিরন ও তার সহযোগীরা অশোক ধরকে প্রাণনাশের চেষ্টাসহ নানাভাবে ভয়ভীতি দেখিয়ে আসছে। ভুক্তভোগীরা দাবি করেন, আইনশৃঙ্খলা বাহিনী যদি নিরপেক্ষভাবে তদন্ত করে, তবে হিরনের ভূমি দখলের আরও অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button