অন্যান্যঅপরাধআইন, ও বিচার

মেয়র খায়রুজ্জামান লিটনের সহচর  অনিন্দ্য আ’টক, বিপুল পরিমাণ অস্ত্র-বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে সেনাবাহিনী 

এম আরিফ, রাজশাহী : রাজশাহীতে সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গলির একটি দলের হাতে সাবেক রাসিক মেয়র খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই  অনিন্দ্য আ’টক, বিপুল পরিমাণ অস্ত্র-বিস্ফোরক দ্রব্য উদ্ধার…

রাবি শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন।

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ ডক্টর ইংলিশ কোচিং এর বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বেশকিছু অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। এ ঘটনায় মুনতাসিরুল আলম অনিন্দ্যকে আটক করা হয়েছে, যিনি জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে এর আগে একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন।

শনিবার ভোর থেকে নগরীর কাদিরগঞ্জ এলাকার ওই বাড়িতে অভিযান শুরু হয়। বাড়িটি সেনাবাহিনী ঘিরে রেখেছে। পাশের একটি ভবনেও তল্লাশি চালানো হয়েছে বলে জানান রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান। 

সেনাবাহিনীর সূত্র বলছেন, ডক্টরস ইংলিশ নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুটি বিদেশী এয়ার গান, একটি রিভালবার, সঠিক কর্টিজ, ইয়ারগান শিশা তিন বক্স, ম্যাগনেট একটি, দেশীয় অস্ত্র ৬ টি, জিপিএস একটি, ওয়াকিটকি ৪টি, ট্রাজারগান একটি, সিমকার্ড ১০ টি, বাইনোকুলার একটি, বিস্ফোরক তৈরীর সরঞ্জাম, পাসপোর্ট, এন আই ডি, মনিটর ছয়টি, কম্পিউটার তিনটি, স্ক্যানার তিনটি ও মদের বোতল ৩৫টি উদ্ধার করেছে। তবে এখন পর্যন্ত ৪০ ইস্ট বেঙ্গলির কোন কর্মকর্তা আনুষ্ঠানিক ভাবে বিষয়টি নিশ্চিত করেনি।

আটক ব্যক্তির নাম মুনতাসিরুল আলম অনিন্দ্য (৩৫)। তিনি মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলম লাট্টুর ছেলে এবং সাবেক রাসিক মেয়র     খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই                 অনিন্দ্য । সেখানে ‘ডক্টর ইংলিশ’ নামের ওই প্রতিষ্ঠান চালান।

ডক্টর ইংলিশ প্রতিষ্ঠানটি রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের পৈত্রিক বাড়ি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button