
এম এ আরিফ রাজশাহী : বৃহস্পতিবার ( ১৬ আগস্ট ) রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব দুর্গাপুর উপজেলা কমিটির প্রস্তাবনার আলোকে রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এ আরিফ সাধারণ সম্পাদক রাকিবুল হাসান এবং অন্যান্য নেতৃবৃন্দের মতামত অনুযায়ী উক্ত উপদেষ্টা কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়।বিশেষ করে, সংগঠনের সাথে দীর্ঘদিন থেকে যারা পরামর্শক ও সহযোগি হিসেবে পাশে ছিলেন, সেইসব সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গুণীজনদের নিয়ে উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
সুপরিচিত ও ঐতিহ্যবাহী সংগঠন রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব দূর্গাপুর শাখা কমিটির উন্নয়নমূলক কাজে উপদেশ, পরামর্শ ও সংকট সহযোগীতা প্রদানের জন্য ন্যুনতম ১৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠিত হয়।
প্রধান পৃষ্ঠপোষকের সাথে পরামর্শক্রমে উপদেষ্টা পরিষদের দায়িত্ব হবে নিম্নরূপ:
২. কার্যক্রমে কল্যাণমূলক প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা৩ প্রেসক্লাবের সদস্যদের চাহিদাক্রমে উদ্ভূত সমস্যার সন্তোষজনক সমাধানের চেষ্টা করা৪ .সাংবাদিকদের উন্নয়নের লক্ষ্যে নীতি প্রণয়নে সাহায্য করা ৫.জরুরী অবস্থায় হাল ধরা।
উক্ত উপদেষ্টা পরিষদে যারা দায়িত্ব পেলেন প্রধান উপদেষ্টা পদে জামাল দ্বীন সুমন সহকারী অধ্যাপক দুর্গাপুর ডিগ্রী কলেজ
খান সেলিম রহমান প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত। প্রকাশক ও সম্পাদক বাংলাদেশ ক্রাইম সংবাদ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠন।
মো: জুবায়ের হোসেন সদস্য সচিব বিএনপি দুর্গাপুর উপজেলা দুর্গাপুর রাজশাহী। মোঃ সাইদুর রহমান মন্টু মেয়র (সাবেক)দুর্গাপুর পৌরসভা। মো: জার্জিস হোসেন সোহেল সদস্য দূর্গাপুর উপজেলা বিএনপি দুর্গাপুর রাজশাহী । মো: হাসানুজ্জামান লাল্টু আহ্বায়ক দূর্গাপুর পৌর বিএনপি দুর্গাপুর রাজশাহী /
মো: মজনুর রহমান যুগ্ম আহবায়ক সাবেক যুবদল ও সাংগঠনিক সম্পাদক (সাবেক) যুবদল দূর্গাপুর পৌরসভা রাজশাহী। মো: চয়েন উদ্দিন শেখ আহ্বায়ক (সাবেক) দূর্গাপুর উপজেলা যুবদল দুর্গাপুর রাজশাহী ।
মো: মাইনুল ইসলাম সদস্য সচিব (সাবেক) দূর্গাপুর উপজেলা যুবদল দুর্গাপুর রাজশাহী। মো: নূর আলম আমির দূর্গাপুর পৌর জামায়াতে ইসলামী। মো: শফিকুল ইসলাম আজম সাধারণ সম্পাদক (সাবেক ) দূর্গাপুর পৌর যুবদল দুর্গাপুর রাজশাহী।মো: আব্দুল আজিজ মন্ডল সভাপতি (সাবেক) দূর্গাপুর পৌর বিএনপি দুর্গাপুর রাজশাহী।
মো: সেলিম রেজা খান অধ্যাপক শহিদ আবুল কাশেম স্কুল এন্ড কলেজ কাঁঠালবাড়িয়া দুর্গাপুর রাজশাহী। মো: আ: সবুর বুলেট সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজশাহী জেলা ছাত্রদল রাজশাহী।মো: সোহেল রানা শহিদ সদস্য রাজশাহী জেলা যুবদল রাজশাহী। মোঃ রেন্টু রাজশাহী সদস্য জেলা যুবদল রাজশাহী।মোঃ আনারুল ইসলাম সদস্য (সাবেক) দুর্গাপুর পৌর যুবদল দুর্গাপুর রাজশাহী।
মো: তারিকুল ইসলাম ছাত্রদলের সাবেক সহ সভাপতি দুর্গাপুর পৌরসভা শাখা উক্ত কমিটির উদ্দেশ্যে রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ আরিফ বলেন এই কমিটিতে যিনারা আছেন তিনারা অত্যন্ত পরিচ্ছন্ন ও ক্লিন ইমেজের ব্যক্তি তিনাদের মেধা যোগ্যতা দিয়ে অভিভাবকের মতো বুকে আগলে রেখে প্রতিটি সদস্যের পাশে সব সময় দাঁড়াবেন আগামীতে আন্তরিকতা দিয়ে প্রমাণ করবেন তিনাদের যোগ্যতা প্রমাণ করবেন।এছাড়াও দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি ইসমাইল হোসেন নবী ও সাধারণ সম্পাদক মমিন জাদরান সহ সকলেই অত্যন্ত ইয়াং এনার্জিটিক এবং সাংগঠনিক ও মেধাবান।



