অন্যান্য
নলডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৫ পালিত

ইউসুফ হোসেন,জেলা প্রতিনিধি, নাটোর : অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ গড়ি’ এ স্লোগান কে সামনে নিয়ে নাটোরের নলডাঙ্গায় পোনা মাছ অবমুক্তকরণ,বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
সোমবার(১৮ আগষ্ট) বিকাল ৩ টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসিবুল হাসান,নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাফিজ,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল প্রমুখ।



