Uncategorizedবাংলাদেশলক্ষ্মীপুর

মায়ের সঙ্গে অভিমান, পরদিন ভাঙা দেয়ালের নিচে মিলল মাদ্রাসাছাত্রীর মরদেহ

এস এম আওলাদ হোসেন

মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি ছেড়েছিল মাদ্রাসাছাত্রী শাহীন আক্তার (১৪)। একদিন পর তার নিথর দেহ মিলল একটি নির্মাণাধীন ভবনের ভাঙা দেয়ালের নিচে। সোমবার (১৮ আগস্ট) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার বাংগাখাঁ ইউনিয়নে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে, যা পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে।

কী ঘটেছিল?

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত শাহীন আক্তার স্থানীয় আয়েশা মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী এবং আমানউল্যাহপুর গ্রামের ব্যবসায়ী মো. শাহজাহানের মেয়ে। রোববার সকালে মায়ের একটি স্বর্ণালংকার হারিয়ে ফেলার কারণে তাকে বকাঝকা করা হয়। এতে অভিমান করে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায় শাহীন।

পরিবারের সদস্যরা দিনভর বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। তাদের অপেক্ষা ও উদ্বেগ ক্রমেই বাড়ছিল।

যেভাবে মিলল মরদেহ

সোমবার সকালে শাহীনের চাচা ওসমান গনি বাড়ির পাশে একটি নির্মাণাধীন ভবনের দিকে যাওয়ার সময় ভাঙা দেয়ালের নিচে কিছু একটা চাপা পড়া অবস্থায় দেখতে পান। কাছে গিয়ে তিনি শাহীনের নিথর দেহ শনাক্ত করেন এবং তার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহতের বাবা মো. শাহজাহান কান্নায় ভেঙে পড়ে বলেন, “সামান্য একটি ভুলের জন্য আমার মেয়েটা এভাবে চলে যাবে, ভাবতেও পারিনি। অভিমান করে সে ঘর ছেড়েছিল, আর আমরা তাকে পেলাম লাশ হিসেবে।”

পুলিশের বক্তব্য

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দেয়ালচাপা পড়েই তার মৃত্যু হয়েছে। তবে সে কখন এবং কীভাবে দেয়ালের নিচে চাপা পড়ল, তা এখনও স্পষ্ট নয়।”

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। ঘটনার পেছনের আসল রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button