Uncategorizedঅপরাধএক্সক্লুসিভঢাকাপাঁচমিশালিবাংলাদেশ

রাজধানীর দক্ষিণখানে চুলের কারখানায় হামলা, মালিকসহ আহত ১০

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার দক্ষিণখান থানার ফায়দাবাদ চৌরাস্তা এলাকায় প্রায় দুই শতাধিক চুলের কারখানা গড়ে উঠেছে। মূলত চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার ব্যবসায়ীরা গত ১০ থেকে ১৫ বছর ধরে এই এলাকায় সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। এই কারখানাগুলোতে ভারত থেকে সংগৃহীত চুল প্রক্রিয়াজাত করে চীনের ক্রেতাদের কাছে সরবরাহ করা হয়। এর মাধ্যমে এখানকার হাজার হাজার শ্রমজীবী নারী-পুরুষ জীবিকা নির্বাহ করেন।

কারখানার মালিকদের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন সময়ে অনৈতিক সুবিধা নেওয়ার জন্য তাদের হেনস্তা করার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায়, আজ (১৮ আগস্ট ২০২৫) আনুমানিক দুপুর ১২টার দিকে ফায়দাবাদ চৌরাস্তা এলাকায় একদল দুর্বৃত্ত চুলের কারখানার মালিকদের ওপর অতর্কিত হামলা চালায়।

অভিযোগ উঠেছে, বিএনপি ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোহাম্মদ কফিল মিয়ার অনুসারী হিসেবে পরিচিত মাসুম, জুয়েল, গাফফার ও আজিজের নেতৃত্বে একদল সন্ত্রাসী এই হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র—দা, চাপাতি ও কুড়াল দিয়ে কারখানার মালিক মীর আক্তার, সাইফুল ইসলামসহ প্রায় ৮-১০ জনকে পিটিয়ে গুরুতর আহত করে।

চাঁদাবাজরা মাসিক চাঁদা দাবি করে এবং তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা চায়। টাকা দিতে অস্বীকৃতি জানালে এই হামলা চালানো হয়।

আহতদের উত্তরার বাংলাদেশ-কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা সেখানে চিকিৎসাধীন। এ বিষয়ে দক্ষিণখান থানার অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, একটি টহল দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কারখানার মালিকদের পক্ষ থেকে কোনো মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button