লালমনিরহাটে র্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও এসকফ উদ্ধার, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১৩) দুটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুন) সকালে গোড়ল ইউনিয়নের দুটি ভিন্ন গ্রামে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মোট ২১১ বোতল ফেনসিডিল এবং ১২২ বোতল এসকফ জব্দ করা হয়েছে।
গোয়ালঘর থেকে এসকফ উদ্ধার
র্যাব-১৩ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৬টা ২০ মিনিটে প্রথম অভিযানটি চালানো হয়। কালীগঞ্জ উপজেলার ৬ নম্বর গোড়ল ইউনিয়নের সেবকদাস গ্রামে কমল চন্দ্র রায় নামে এক ব্যক্তির বাড়িতে র্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় তার বাড়ির একটি দোচালা টিনের গোয়ালঘরের ভেতর থেকে নিষিদ্ধ কাশির সিরাপ এসকফের ১২২টি বোতল উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে কমল চন্দ্র রায়কে (৪১) গ্রেপ্তার করে র্যাব।

মোটরসাইকেলে ফেনসিডিলের চালান
একই দিন সকাল ৭টা ৪০ মিনিটে দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় একই ইউনিয়নের ঘোঙ্গাগাছ গ্রামে। পলাতক আসামী শ্যামল চন্দ্র রায়ের বাড়িতে অভিযান চালানোর সময় বাড়ির উঠানে রাখা একটি মোটরসাইকেলে তল্লাশি করে র্যাব। এ সময় মোটরসাইকেলের ভেতর থেকে ২১১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পার্থ রায় কাজল (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব-১৩ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। দেশব্যাপী মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র্যাবের এই ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।



