আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ: স্ত্রীসহ পলাতক যুবলীগ নেতা বাবরের বিরুদ্ধে দুদকের মামলা
মুহাম্মদ জুবাইর
আয়কর নথিতে তথ্য গোপনের অভিযোগে চট্টগ্রামে মামলা দায়ের। ৫ আগস্টের পর থেকেই সপরিবারে লাপাত্তা এই আলোচিত যুবলীগ নেতা।
অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক নেতা হেলাল আকবর চৌধুরী বাবর ও তার স্ত্রী জেসমিন আক্তারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় আড়াই কোটি টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগে বুধবার (২০ আগস্ট) এই মামলা দায়ের করা হয়। গত বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই বাবর সপরিবারে পলাতক রয়েছেন।
অভিযোগ ও তদন্ত
দুদক সূত্রে জানা গেছে, হেলাল আকবর চৌধুরী বাবর ও তার স্ত্রী জেসমিন আক্তার তাদের আয়কর নথিতে প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন, যা তাদের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ।
দুদকের একটি অনুসন্ধান দল কয়েক মাস ধরে সরেজমিনে তদন্ত পরিচালনা করে। তদন্তে তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় একটি প্রতিবেদন জমা দেওয়া হয়। সেই প্রতিবেদনের ভিত্তিতেই বুধবার দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এ মামলাটি দায়ের করা হয়।
মামলায় বাবরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মূল অভিযোগ আনা হয়েছে এবং তার স্ত্রী জেসমিন আক্তারকে সম্পদের তথ্য গোপন ও অর্জনে সহায়তা করার অভিযোগে দণ্ডবিধির ১০৯ ধারায় আসামি করা হয়েছে।
৫ আগস্টের পর থেকেই পলাতক বাবর
হেলাল আকবর চৌধুরী বাবর চট্টগ্রামে একজন প্রভাবশালী ও আলোচিত যুবলীগ নেতা হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময়ে নানা অভিযোগ উঠেছিল।
গত বছরের ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তন এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাবর ও তার পরিবার আত্মগোপনে চলে যান। এরপর থেকে তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি পলাতক থাকা অবস্থাতেই দুর্নীতি দমন কমিশন তার অবৈধ সম্পদের খোঁজে তদন্ত শুরু করে এবং অবশেষে মামলা দায়ের করল।
দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, পলাতক থাকলেও আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।



