অপরাধআইন, ও বিচারএক্সক্লুসিভবাংলাদেশ

কালীগঞ্জে র‍্যাবের পৃথক অভিযান: গোয়ালঘর ও মোটরসাইকেল থেকে ফেনসিডিল-এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ২

জাকির হোসেন সুজন, রংপুর।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে দুটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (১৪ জুন, ২০২৫) সকালে র‍্যাব-১৩, রংপুর ব্যাটালিয়নের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার গোড়ল ইউনিয়নের দুটি ভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে।

প্রথম অভিযানে, সকাল ৬টা ২০ মিনিটে, র‍্যাব গোড়ল ইউনিয়নের সেবক দাস গ্রামের কমল চন্দ্র রায়ের (৪১) বাড়ির গোয়ালঘরে তল্লাশি চালায়। সেখান থেকে ১২২ বোতল এসকাফ জব্দ করাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

দ্বিতীয় অভিযানে, একই দিন সকাল ৭টা ৪০ মিনিটে, গোড়ল ইউনিয়নের ঘোঙ্গাগাছ গ্রামে শ্যামল চন্দ্র রায় নামে এক পলাতক আসামির বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বাড়ির উঠানে থাকা একটি মোটরসাইকেল তল্লাশি করে ২১১ বোতল ফেনসিডিল এবং দুটি বাইক জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে পার্থ রায় কাজল (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button