চিত্রাঙ্গদা’ মঞ্চায়নের মধ্য দিয়ে সেলিম আল দীনকে স্মরণ স্বপ্নদলের

নিজস্ব প্রতিবেদক
দুই দিনব্যাপী জন্মোৎসবে নাট্যাচার্যের কালজয়ী সৃষ্টি ‘হরগজ’-এর পাশাপাশি মঞ্চস্থ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশংসিত কাব্যনাট্য।
নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদলের দুই দিনব্যাপী বর্ণাঢ্য উৎসবের পর্দা নামল। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’-র ১১৯তম সফল মঞ্চায়নের মধ্য দিয়ে এই উৎসবের সমাপনী ঘটে। সেলিম আল দীন ও রবীন্দ্রনাথ ঠাকুরের শিল্পচেতনায় বাংলা নাটকের জয়যাত্রাকে ধারণ করে আয়োজিত এই উৎসব দর্শকদের মধ্যে গভীর অনুরণন সৃষ্টি করে।
উৎসবের দুই দিনের আয়োজন
নাট্যাচার্যের জন্ম ও প্রয়াণদিবস ঘিরে স্বপ্নদলের নিয়মিত আয়োজনের এটি ছিল ৩২তম আসর। ‘সেলিম আল দীন-রবীন্দ্রনাথ মোদের শিল্পে রয়, বাঙলা নাট্যের জয়যাত্রা অনন্ত-অক্ষয়’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত উৎসবের সূচনা হয় সোমবার (১৮ আগস্ট)। প্রথম দিনে মঞ্চস্থ হয় সেলিম আল দীনের কালজয়ী নাটক ‘হরগজ’-এর ৪৯তম প্রদর্শনী।
উৎসবের অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, যেখানে নাট্যাচার্য সেলিম আল দীন তাঁর কর্মজীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন, সেখানে তাঁর সমাধিতে স্মরণ-শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ করে স্বপ্নদল। দুটি নাটকেরই নির্দেশনা দিয়েছেন নাট্যাচার্যের সুযোগ্য ছাত্র জাহিদ রিপন, যা গুরু-শিষ্য ধারার এক অনন্য উদাহরণ।
পৌরাণিক ‘চিত্রাঙ্গদা’ ও আধুনিক নারীর মনস্তত্ত্ব
মহাভারতের কাহিনি অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘চিত্রাঙ্গদা’ স্বপ্নদলের অন্যতম প্রশংসিত একটি প্রযোজনা, যা ভারতের ‘ভারত রঙ্গ মহোৎসব ২০২৪’-সহ দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে সমাদৃত হয়েছে।
নাটকের কাহিনি আবর্তিত হয়েছে মণিপুর-রাজকন্যা চিত্রাঙ্গদাকে ঘিরে। রূপহীন হওয়ায় মহাবীর অর্জুনের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে তিনি প্রেমের দেবতা ও যৌবনের দেবতার কাছে নিজেকে অপরূপ সুন্দরীরূপে প্রার্থনা করেন। সৌন্দর্য লাভের পর অর্জুনের প্রেম পেলেও তাঁর মনে জন্ম নেয় এক গভীর দ্বন্দ্ব—অর্জুন কি তাঁর বাহ্যিক রূপকে ভালোবাসেন, নাকি তাঁর ভেতরের সত্তাকে? এই প্রশ্নের মধ্য দিয়ে নাটকটি পৌরাণিক আবরণের আড়ালে আধুনিক নারী-পুরুষের সম্পর্কের টানাপোড়েন, আত্মপরিচয়ের সংকট এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের গুরুত্বকে তুলে ধরে।
স্মরণে নাট্যাচার্য সেলিম আল দীন
নাট্যাচার্য সেলিম আল দীন ছিলেন বাংলা নাটকের এক প্রবাদপ্রতিম পুরুষ, যিনি ঐতিহ্যবাহী নাট্যরীতিকে আধুনিকতার সঙ্গে মিলিয়ে এক নতুন ধারার জন্ম দিয়েছিলেন। ১৯৪৯ সালের ১৮ আগস্ট জন্মগ্রহণকারী এই কিংবদন্তি নাট্যকার ও গবেষক ২০০৮ সালের ১৪ জানুয়ারি মৃত্যুবরণ করেন। তাঁর জন্ম ও মৃত্যুবার্ষিকীকে ঘিরে স্বপ্নদলের এই নিয়মিত আয়োজন বাংলা নাটকের এই মহীরুহকে নতুন প্রজন্মের কাছে বাঁচিয়ে রাখার এক অনবদ্য প্রচেষ্টা।



