প্রবাসীর পরিবারের উপর হামলা চালায়, ভূমিদস্যু ওরফে গ্যাস মতিন

শাহ ফয়সাল কারীম (কুমিল্লা প্রতিনিধি): কুমিল্লা নগরী ২২ নং ওয়ার্ড উত্তরামপুর বুধবার সকাল বেলা প্রবাসী জীবনের পরিবারের উপর গ্যাস মতিন সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা করেন। এই বিষয় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অভিযোগ করা হয় ।
বহুবার সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গগণ গ্যাস মতিনকে শালীশ দরবারে আসার আহ্বান জানালে তিনি প্রত্যাখ্যান করেন। প্রবাসী জীবনের স্ত্রী পান্না আক্তার ঘটনার বিষয় বলেন আমাদের কয়কৃত জায়গার ভূমিদস্য ওরফে গ্যাস মতিন জোরপূর্বক ভাবে নির্মানাধীন দেয়াল ভাঙচুর করে।এই জায়গা দিয়ে চলাচল করলে আব্দুল মতিনকে ২০ লক্ষ টাকা চাঁদা দিতে হবে, এমনটাই দাবি করেন জীবনের পরিবার।
প্রবাসী জীবন বলেন পুলিশ কর্মকর্তাদের কাছে আওয়ামী স্বৈরাচার আমলে দলের প্রভাব খাটিয়ে, গ্যাস মতিন বিভিন্ন জায়গায় মানুষের উপর অত্যাচার করেছে। আমি হলপ করে বলতে পারি আপন বোনদের সাথে এমনটা করেন তিনি, গ্যাস মতিনকে দ্রুত আইনের আওতায় এনে গ্রেফতারের দাবী জানান। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম বলেন সত্য মিথ্যা তদন্ত করে আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



