অন্যান্যঅপরাধআইন, ও বিচারচট্টগ্রামচট্টগ্রাম বিভাগজাতীয়বাংলাদেশ

৩৫ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক কারবারী আটক করেছে র‌্যাব-৭ 

এম এ মান্নান : মাদক বিরোধী অভিযানে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানা এলাকা হতে ৩৫ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক কারবারী আটক; মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম।

১। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি সিএনজি যোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয় এর উদ্দ্যেশ্যে খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী এলাকা হতে চট্টগ্রাম এর দিকে নিয়ে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৮ আগস্ট ২০২৫ইং তারিখে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন করেরহাট এলাকায় পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেক পোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এসময় র‌্যাব এর চেকপোস্ট এর দিকে আসা সন্দেহজনক একটি সিএনজি গাড়ীকে থামার সংকেত দিলে গাড়ীটি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা আসামী ০১। মোঃ ইকবাল হোসেন মজুমদার (৩৭), পিতা-মৃত নুরুল আলম মজুমদার, সাং-রামগড়, ২। সুশান্ত সূত্রধর (৩১), পিতা-বাবুল সূত্রধর, সাং- আনন্দপাড়া এবং ৩। মোঃ আলী আজগর লিটন (৩৬), পিতা-মৃত দেলোয়ার হোসেন, সাং-রামগড় দারোগাপাড়া, সর্বথানা-রামগড়, জেলা-খাগড়াছড়িদের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে তাদের হেফাজতে থাকা সিএনজি গাড়ীর ভিতরে ০২টি প্লাস্টিকের বস্তা এবং ০১টি ট্রাভেল ব্যাগের ভিতরে বিশেষ কৌশলে স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৩৫ কেজি গাঁজা উদ্ধারসহ আসামীদের গ্রেফতার এবং মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি গাড়ীটি জব্দ করা হয়।

২। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ আরো জানা যায় যে, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ সিএনজি গাড়ী ব্যবহার করে খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ পূর্বক চট্টগ্রাম জেলা ও মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫ লক্ষ ৫০ হাজার টাকা।

৩। গ্রেফতারকৃত আসামীদের এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button