কালীগঞ্জে র্যাবের অভিযান, ফেন্সিডিল ও এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাকির হোসেন সুজন:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, গত ২০ আগস্ট, ২০২৫ তারিখ রাত আনুমানিক সাড়ে ৮টায় র্যাব-১৩, রংপুর ব্যাটালিয়নের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম (করিমপুর) গ্রামে একটি অভিযান পরিচালনা করে।
হাতিবান্ধা-লালমনিরহাট সড়কে মেসার্স এ.আর ট্রেডার্স নামক দোকানের সামনে সন্দেহভাজন একটি অটোরিকশা তল্লাশি করা হয়। এসময় অটোরিকশার সিটের নিচ থেকে প্লাস্টিকের বস্তায় রাখা ৫০ বোতল ফেন্সিডিল ও ৯৭ বোতল এসকাফ সিরাপ জব্দ করা হয়।
ঘটনাস্থল থেকে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন:
১. মো. সুমন ইসলাম (২২), পিতা- হোসেন আলী, গ্রাম- কিশামত মদাতী।
২. জয়নাল আবেদীন (২৪), পিতা- সাইফুল, গ্রাম- খালিশা মদাতী।
উভয়ের বাড়ি কালীগঞ্জ উপজেলায়।
অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।




