অন্যান্যঅপরাধআইন ও বিচারআইন, ও বিচারচট্টগ্রামচট্টগ্রাম বিভাগ

চাঞ্চল্যকর জুবায়ের হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আবির রহমান রুবেল’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, 

এম এ মান্নান : চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় স্পোর্টস জোনের টার্ফ উদ্বোধনকালে সংঘটিত সংঘর্ষে চাঞ্চল্যকর জুবায়ের হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আবির রহমান রুবেল’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

ভুক্তভোগী ভিকটিম জুবায়ের উদ্দিন বাবু (২৬) চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার বাসিন্দা এবং সিটি গেইট এলাকায় মোবাইল ব্যাংকিং কোম্পানীতে কর্মরত ছিলেন। গত ২০ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে সন্ধ্যা আনুমানিক ১৮২৫ ঘটিকার সময় চান্দগাঁও থানাধীন পাঠানিয়া গোদা এলাকায় স্পোর্টস জোনের টার্ফ উদ্বোধন উপলক্ষে খেলার আয়োজন করা হয়। ভিকটিম জুবায়ের উদ্দিন বাবু (২৬) উক্ত স্পোর্টস জোনের টার্ফে খেলা দেখার জন্য মাঠ এলাকায় অবস্থান করেন।

স্পোর্টস জোনের টার্ফ উদ্বোধন শেষে খেলার শুরুর পূর্ব মূহূর্তে আবির রহমান রুবেল এবং তার অন্যান্য সহযোগীরা স্পোর্টস জোন এর মালিক পক্ষের সহিত পূর্ব শত্রুতার জেরে পূর্বপরিকল্পিতভাবে বিভিন্ন দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে স্পোর্টস জোনে প্রবেশ করে অতর্কিতভাবে চান্দগাঁও স্পোর্টস জোনের টার্ফে অবস্থান করা মালিক পক্ষ, আয়োজক কমিটির লোকজন সহ সাধারণ দর্শকদের উপর হামলা করে। এসময় ভিকটিম জুবায়ের উদ্দিন বাবু সহ বেশ কয়েকজন সাধারণ দর্শক গুরুতর রক্তাক্ত জখম হয়। পরর্বতীতে মাঠে থাকা অন্যান্য দর্শকরা ভিকটিমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

উক্ত ঘটনায় ভিকটিমের ভগ্নিপতি বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় ৪০ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ২০/৩০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৮, তারিখঃ ২১ সেপ্টেম্বর ২০২৪ ইং, ধারা- ১৪৩/৪৪৭/৩২৪/৩২৬/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।

র‌্যাব-৭, চট্টগ্রাম সূত্রে বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্ত অব্যাহত রাখে। নজরদারির এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, বর্ণিত হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি আবির রহমান রুবেল প্রকাশ রুবেল চট্টগ্রাম মহানগরীর কুতোয়ালী থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক অদ্য ২০ আগস্ট ২০২৫ইং তারিখে আনুমানিক ২১১০ ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আবির রহমান রুবেল প্রকাশ মোঃ রুবেল (২৮), পিতা-নুনু মিয়া, সাং-রিয়াজ উদ্দিন উকিল বাড়ি, থানা-চাঁন্দগাও, জেলা- চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

উল্লেখ্য যে, গত ২৩ সেপ্টেম্বর ২০২৪ইং তারিখে চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও থানাধীন বরিশাল বাজার এলাকা হতে বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ তারেক’কে গ্রেফতার পূর্বক থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর চান্দঁগাও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button