অন্যান্যআইন ও বিচারদেশ

ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে ধ্বংস ও লুটপাটের অভিযোগ দুদকের কাছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার ঐতিহাসিক ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে বা রজ্জুপথ ধ্বংস ও লুটপাটের ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সিলেট বিভাগে লিখিত অভিযোগ দায়ের করেছেন ছাতক উপজেলার স্থানীয় নাগরিক মো. আরিফুর রহমান মানিক।

তিনি অভিযোগে উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পড়ে থাকা দেশের একমাত্র রোপওয়ের যন্ত্রপাতি, মালামাল, লোহা, কেব্‌ল, নাট-বল্টু, ট্রলি, টাওয়ারসহ কোটি কোটি টাকার সম্পদ লুটপাট হয়েছে। এতে সরকারি মূল্যবান সম্পদ নষ্ট হওয়ার পাশাপাশি স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্যও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অভিযোগের মূল বিষয়গুলো

অভিযোগপত্রে বলা হয়েছে—
• ২০১৪ সাল থেকে অদ্যাবধি রোপওয়ের লোহা, ইঞ্জিন, নাট-বল্টু, কেব্‌ল, ট্রলি, টাওয়ার, লোহা অ্যাঙ্গেলসহ সব ধরনের মালামাল লুট হয়েছে। এতে প্রায় ৫০-৬০ কোটি টাকার মালামাল এবং ২০-৩০ কোটি টাকার পাথর লুটপাট হয়েছে• যন্ত্রপাতি ও টাওয়ার ভাঙার ফলে আশপাশের শত শত গাছ কেটে ফেলা হয়েছে। জমি খুঁড়ে গভীর গর্ত তৈরি করায় পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে।• ১৯৬৬ সালে নির্মিত ঐতিহাসিক এই রোপওয়ে ধ্বংসের কারণে স্থানীয় নদী, খাল-বিল ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।

অভিযোগকারী আরিফুর রহমান মানিক বলেন,“এই অযত্ন-অবহেলা অব্যাহত থাকলে স্থানীয় পরিবেশ ও মানুষের জীবন-জীবিকা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। তাই সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।”

তিনি দুদকের কাছে তিন দফা দাবি উত্থাপন করেছেন—
১. ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে এলাকায় সকল প্রকার লুটপাট বন্ধ করা।
২. লুটপাটকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ।
৩. ধ্বংসপ্রাপ্ত রোপওয়ে ও প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধার নিশ্চিত করা।

অভিযোগের সঙ্গে ২০১০ সালের একটি জাতীয় দৈনিকের সংবাদকপিও সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।রেলওয়ে কর্তৃপক্ষের বক্তব্য এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ রেলওয়ে আহসান হাবীব বলেন,“আমি বর্তমানে ঢাকায় আছি। এখানে রেলওয়ে নিরাপত্তা কর্মী ছিলেন, তবে গত ৫ আগস্ট (২০২৪) রাতে লুটকারীরা ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় আরএনবির ওপর হামলা চালায়। পরদিন সকালে নিরাপত্তা কর্মীরা সেখান থেকে চলে যেতে বাধ্য হন। রেলওয়ের লোকবল কম থাকায় এবং প্রশাসনিক সহযোগিতা না পাওয়ায় এ লুটপাট হয়েছে।”

তিনি আরও জানান, “আমরা একসময় বাঙ্কার এলাকায় ড্রেজার দিয়ে বালি ভরাট করতে চেয়েছিলাম, কিন্তু এলাকার লুটকারীদের কারণে তা সম্ভব হয়নি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button