Uncategorizedঅপরাধআইন ও বিচারআইন, ও বিচারচট্টগ্রামজাতীয়বাংলাদেশ

প্রতারণার অভিযোগে চট্টগ্রামের দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের একজন প্রবাসীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে এক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জেনেসিস হোল্ডিং অ্যান্ড টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সাংবাদিক মহসিন চৌধুরী এবং শিব্বির আহম্মদ রাশেদ নামে দুই সাংবাদিকের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে।

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকীর আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন। গত ১৮ আগস্ট, সোমবার আদালত এই আদেশ দেন।

মামলার বাদী হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পোমরা হাজিপাড়ার বাসিন্দা আহমেদ শুক্কুরের পুত্র মো. মোজাম্মেল হক।

মামলার বিবরণে জানা যায়, অভিযুক্ত সাংবাদিক মহসিন চৌধুরী ও শিব্বির আহম্মদ রাশেদ নিজেদের চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের মালিকানাধীন কল্পলোক আবাসিক এলাকায় বহুতল ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান ‘জেনেসিস হোল্ডিং অ্যান্ড টেকনোলজিস লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালক হিসেবে পরিচয় দেন। তারা প্রবাসী মোজাম্মেল হককে নানা ধরনের প্রলোভন দেখিয়ে কয়েক দফায় এক কোটি টাকা নেন।

অভিযোগ রয়েছে, জালিয়াতির মাধ্যমে অভিযুক্ত সাংবাদিকদ্বয় প্রবাসী মোজাম্মেল হককে ডেভেলপার প্রতিষ্ঠানের পরিচালক করার কথা বলে নগদ এক কোটি টাকা গ্রহণ করেন। পরবর্তীতে অভিযুক্তরা ওই টাকা পরিশোধ না করে আত্মগোপন করেন।

আদালতে অভিযুক্ত সাংবাদিক মহসিন চৌধুরী ও শিব্বির আহম্মদ রাশেদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬/৪১৮/৪২০/৪২১/৪৬৫/৪৬৬/৪৬৮/৪৭১/৫০৬ ধারায় গত ১৮ আগস্ট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকীর আদালতে এই মামলা দায়ের করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

আদালতে বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট যীশু রায় চৌধুরী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button