Uncategorizedঅপরাধএক্সক্লুসিভজাতীয়বাংলাদেশ

আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইয়ের চেষ্টা, ক্ষুরসহ ২ যুবক আটক

যাত্রীকে ভয় দেখিয়ে টাকা ও মোবাইল হাতিয়ে নেওয়ার চেষ্টার সময় রেলওয়ে পুলিশের হাতে ধরা পড়ে দুই ছিনতাইকারী।

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে ধারালো ক্ষুরসহ দুই যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার সকালে চট্টলা এক্সপ্রেস ট্রেনে এক যাত্রীর কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

ঘটনার বিবরণ

আখাউড়া রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ভৈরবগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া স্টেশন সংলগ্ন বড়বাজার রেলওয়ে ক্রসিং এলাকা অতিক্রম করছিল। ট্রেনের ভেতরে প্রচণ্ড ভিড় থাকায় ভুক্তভোগী আলিফ হোসেন বিপ্লব (১৮) নামে এক তরুণ ছাদে ওঠেন।

এ সময় অভিযুক্ত আব্দুর রহিম (২০) ও মো. শিপন (১৯) তার পথ রোধ করে। রহিম তার কাছে থাকা একটি ধারালো ক্ষুর বের করে বিপ্লবকে ভয় দেখিয়ে টাকা, মোবাইল ফোন এবং স্বর্ণালংকার যা আছে, তা দিয়ে দিতে বলে। বিপ্লব এতে অস্বীকৃতি জানালে দুজন মিলে তাকে ঘিরে ধরে হুমকি দিতে থাকে।

পুলিশের তৎপরতায় আটক

এরই মধ্যে ট্রেনটি আখাউড়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করতে শুরু করলে প্ল্যাটফর্মে কর্তব্যরত রেলওয়ে পুলিশের একটি দল বিষয়টি দেখতে পায়। তারা দ্রুত ছুটে গিয়ে ট্রেনের ছাদ থেকে দুই অভিযুক্তকে নামিয়ে আনে এবং তাদের আটক করে।

পরে আব্দুর রহিমের শরীর তল্লাশি করে একটি গোলাপী রঙের প্লাস্টিকের হাতলযুক্ত ধারালো ক্ষুর উদ্ধার করা হয়, যার দৈর্ঘ্য প্রায় ৬ ইঞ্চি।

আটককৃতদের পরিচয়

আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের ওয়াসিম মিয়ার ছেলে আব্দুর রহিম (২০) এবং নাসিরনগর উপজেলার ঘুজিয়াখাইল গ্রামের সাহাদ মিয়ার ছেলে মো. শিপন (১৯)।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button