ইসলাম ধর্ম

কেয়ামতের একটি ভয়াবহ আলামত

মুসলিমদের সংখ্যা পৃথিবীতে অনেক হবে, কিন্তু তারা হবে দুর্বল, প্রভাবহীন ও ক্ষমতাহীন—ঠিক যেমন বন্যার স্রোতে ভেসে থাকা ফেনা।

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন:
“এমন এক সময় আসবে, যখন বিভিন্ন জাতি তোমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে, যেমন ক্ষুধার্ত ভোজনকারীরা খাবারের থালার ওপর ঝাঁপিয়ে পড়ে।”
একজন সাহাবী জিজ্ঞেস করলেন: “হে আল্লাহর রাসূল! সেদিন কি আমরা সংখ্যায় কম থাকব?”
তিনি (ﷺ) বললেন:
“বরং তোমরা সেদিন সংখ্যায় অনেক হবে, কিন্তু তোমরা হবে বন্যার স্রোতের ওপরের ফেনার মতো। আল্লাহ তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয় দূর করে দেবেন এবং তোমাদের অন্তরে ‘ওয়াহান’ প্রবেশ করিয়ে দেবেন।”
সাহাবারা জিজ্ঞেস করলেন: “হে আল্লাহর রাসূল! ‘ওয়াহান’ বলতে কী বোঝানো হচ্ছে?”
তিনি (ﷺ) বললেন:
“দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুকে ভয় করা।”
— [সুনানে আবু দাউদ, হাদিস: ৪২৯৭]

আল্লাহ তাআলা সতর্ক করেছেন:
“আর তোমরা দুর্বল হয়ো না এবং দুঃখিত হয়ো না। তোমরাই বিজয়ী থাকবে, যদি তোমরা মুমিন হও।”
— [সূরা আলে ইমরান, আয়াত: ১৩৯]

প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা মুসলিমরা সংখ্যায় অগণিত হলেও কেন প্রভাবহীন? কেন অন্য জাতিগুলো আমাদের ওপর কর্তৃত্ব করছে? হাদিস অনুযায়ী, এর কারণ হলো—আমরা দুনিয়ার প্রেমে এতটাই মগ্ন যে আখিরাতকে ভুলে গেছি।

আসুন, আমরা আল্লাহর দিকে ফিরে আসি, কুরআন-সুন্নাহকে আঁকড়ে ধরি এবং ঈমান ও আমলে দৃঢ় হই। তাহলেই মুসলিম উম্মাহ পুনরায় তার শক্তি ও মর্যাদা ফিরে পাবে, ইনশাআল্লাহ।


Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button