অপরাধআইন ও বিচারএক্সক্লুসিভজাতীয়বাংলাদেশ

ছাতকে পুলিশের অভিযানে ১৮ আসামি গ্রেপ্তার

মো: আরিফুর রহমান মানিক

সুনামগঞ্জের ছাতক উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে ১৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৫ জন নিয়মিত মামলার, ২ জন মাদক মামলার, ১ জন হত্যা মামলার এবং ১ জন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন।

শনিবার (২৩ আগস্ট) গভীর রাতে এই অভিযান পরিচালিত হয়। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খানের দিকনির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে পুলিশের একাধিক দল এই অভিযানে অংশ নেয়।

গ্রেপ্তারকৃত আসামিদের তালিকা

নিয়মিত মামলার আসামি (ছাতক থানার মামলা নং-২১, তারিখ: ২৩/০৮/২০২৫):
১. আমীর আলী (৩৫), পিতা- করম আলী, গ্রাম- আলাপুর।
২. হাসান (২৪), পিতা- মৃত নুরুল ইসলাম, গ্রাম- রাধানগর।
৩. রুহিতুল ইসলাম নাহিদ (১৮), পিতা- মৃত নুর আলী, গ্রাম- শিবনগর।
৪. আব্দুল্লাহ (১৮), পিতা- রইচ আলী, গ্রাম- তকিপুর।
৫. সাইদুর রহমান (২০), পিতা- মতিউর রহমান, গ্রাম- রাধানগর।
৬. সিফাতুল ইসলাম ইমন (১৮), পিতা- আশরাফ আলী, গ্রাম- তকিপুর।
৭. কবির আহমদ (২০), পিতা- ফজর আলী, গ্রাম- রাধানগর।
৮. মাসুম আহমদ (১৮), পিতা- কমর আলী, গ্রাম- দিঘলী চাকপলপাড়া।
৯. রুহুল আমীন (২১), পিতা- মৃত হাসান মিয়া, গ্রাম- জগন্নাথপুর (নোয়াগাঁও)।
১০. নাইমুর রহমান (২২), পিতা- আতিক মিয়া, গ্রাম- গোবিন্দনগর।
১১. সালামিন আহমদ (১৮), পিতা- সালামত আলী, গ্রাম- রাধানগর।
১২. লাহিন আহমদ (১৯), পিতা- পেশকার আলী, গ্রাম- রাধানগর।
১৩. জয়নুল আবেদীন (১৮), পিতা- এশাদ আলী, গ্রাম- জগন্নাথপুর (তেঘরী নোয়াগাঁও)।
১৪. কামরান আহমদ (২২), পিতা- মৃত নাছির আহমদ, গ্রাম- গোবিন্দনগর।

হত্যা মামলার আসামি (ছাতক থানার মামলা নং-২২(৫)২০২৫):
১৫. রেদওয়ান হোসেন ওরফে রেদওয়ান আহমদ (২৩), পিতা- ফরিজ মিয়া, গ্রাম- দিঘলী রেরাজপুর।

মাদক মামলার আসামি (ছাতক থানার মামলা নং-২০(৮)২০২৫):
১৬. শ্রী সুবাস দাস (১৯), পিতা- শ্রী সুনীল দাস, সাং- সুলতানপুর, জেলা- দিনাজপুর।
১৭. মো. জাহাঙ্গীর আলম ওরফে রফিক (৩১), পিতা- মো. তাজুদ আলী, সাং- জোড়াপানি।

ওয়ারেন্টভুক্ত আসামি:
১৮. মো. লালন মিয়া (৩৮), পিতা- মো. আব্দুল গফফার, সাং- মন্ডলীভোগ বাজার, ছাতক।

পুলিশের বক্তব্য:
ওসি মো. শফিকুল ইসলাম খান বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা ও অপরাধ দমনে পুলিশ সর্বদা তৎপর। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

গ্রেপ্তারকৃত সব আসামিকে রোববার সকালে যথাযথ পুলিশি নিরাপত্তায় (স্কর্ট) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button