দুর্ঘটনা

নাচোলে রাস্তার গর্ত কেড়ে নিল চালকের প্রাণ, আহত ৫ আম শ্রমিক

ডেস্ক রিপোর্ট:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে একটি স্টিয়ারিং গাড়ি (স্থানীয়ভাবে তৈরি যান) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার গর্তে পড়ে গেলে চালক ছিটকে পড়ে নিহত এবং পাঁচজন আম পাড়া শ্রমিক আহত হয়েছেন।

নাচোল থানার পরিদর্শক (তদন্ত) এসআই আতাউর রহমান জানান, সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী এলাকা থেকে পাঁচজন আম পাড়া শ্রমিককে নিয়ে যানটি রাজশাহীর গোদাগাড়ীর কাঁকনহাটের দিকে যাচ্ছিল। পথে নাচোল-আমনুরা সড়কের ফুলকুঁড়ি নামক স্থানে গাড়ির সামনের চাকা একটি গর্তে পড়লে চালক জুয়েল রানা (৩৫) স্টিয়ারিং থেকে ছিটকে রাস্তায় পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক জুয়েল রানাকে মৃত ঘোষণা করেন।

আহত যাত্রীরা জানান, নিহত চালক জুয়েল রানা গোমস্তাপুর উপজেলার আলিনগর (তেলিপাড়া) গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন—একই এলাকার মৃত আমজাদ আলীর ছেলে আজিজুল হক (৬০), মুরাদ (৩০), শনি (৩০), বৈজ্যনাথপুর গ্রামের জাহানের ছেলে সেরাজুল (৪০) এবং সাইদুলের ছেলে মারুফ (২০)।

আহতদের মধ্যে শনি ও মুরাদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত চালকের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button