উৎসবচট্টগ্রামবাংলাদেশবিনোদন

পথশিশুদের পাশে ১০ বছর: চট্টগ্রামে জমকালো আয়োজনে নগরফুলের দশকপূর্তি উৎসব

এম এ মান্নান

চট্টগ্রামে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের নিয়ে কাজ করা সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘নগরফুল’ তাদের প্রতিষ্ঠার এক দশক পূর্ণ করেছে। এই এক দশকে সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, সামাজিক সচেতনতা ও মানবিক কার্যক্রমে বিশেষ ভূমিকা রেখে সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। এ উপলক্ষে শুক্রবার (২২ আগস্ট, ২০২৫) বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে “নগরফুলের এক দশক পূর্তি উৎসব” আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি (ক্রাইম) হুমায়ুন কবির, নগরফুলের উপদেষ্টা মোস্তাক হোসাইন, কোহিনূর কামাল, কামরুজ্জামান লিটন, সাঈদ মিল্কি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডেভ ডোলান্ড, সাজিনাজ হাসপাতালের পরিচালক হাসান মাহমুদ চৌধুরী এবং লায়ন্স জেলা রিজিয়ন চেয়ারপারসন লায়ন ওসমান গনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগরফুলের সভাপতি মোহিমানুর রহমান মাহিম এবং সঞ্চালনা করেন সংগঠনের সদস্য রাশেদা আক্তার ইমু।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “নগরফুলের মতো স্বেচ্ছাসেবী সংগঠন সমাজের অবহেলিত শিশুদের জন্য আশার আলো হয়ে কাজ করছে। এমন উদ্যোগ সমাজকে বদলে দিতে পারে। আমি বিশ্বাস করি, আগামী দিনগুলোতে নগরফুল আরও বৃহৎ পরিসরে সমাজ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবে।”

এ সময় নগরফুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বায়েজিদ সুমন সংগঠনের এক দশকের পথচলার গল্প, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, “গত দশ বছরে নগরফুল শিক্ষা, স্বাস্থ্যসেবা, পুষ্টি ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শত শত শিশু ও পরিবারকে সহায়তা করেছে। এই সাফল্যের কৃতিত্ব নগরফুলের প্রতিটি স্বেচ্ছাসেবক, শুভানুধ্যায়ী ও দাতাদের।”

অনুষ্ঠানে “এক দশক পূর্তি ম্যাগাজিন”-এর মোড়ক উন্মোচন করা হয়। পাশাপাশি, দীর্ঘদিন ধরে সংগঠনের সাথে যুক্ত থেকে অবদান রাখায় স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের সম্মাননা প্রদান করা হয়। শেষে নগরফুলের শিশুদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়, যা উপস্থিত সবার মন জয় করে নেয়।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, নগরফুল শুধু একটি সংগঠন নয়; এটি একটি পরিবার, যা সমাজের অবহেলিত মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তারা আশা প্রকাশ করেন, আগামীতেও নগরফুল সমাজ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও মানবিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করবে।

এক দশকের এই যাত্রায় নগরফুল নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে টিকে আছে এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button