শিল্পকলায় নবাব সিরাজের প্রত্যাবর্তন: দর্শকের করতালিতে মুখরিত মিলনায়তন

ডেস্ক রিপোর্ট:
গত ২২ আগস্ট, শুক্রবার, সন্ধ্যা ৭টায় ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ থিয়েটার প্রযোজিত নাটক ‘সিরাজ যখন নবাব সিরাজউদ্দৌলা’ মঞ্চস্থ হয়েছে। শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত এই নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন অভিনেতা আব্দুল আজিজ।
অগণিত দর্শকের উপস্থিতিতে মঞ্চস্থ এই দর্শক-সমাদৃত নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চলচ্চিত্র ও টেলিভিশনের পরিচিত মুখ আব্দুল আজিজ, মো. আলাউদ্দিন, খন্দকার শাহ আলম, মাসুদা খান, ফারজানা ফাতেমা চৌধুরী সুমী, মীর আফরোজ জামান, মো. রেজাউল হক, ফিরোজ শাহী, আজিজ রেজা, মো. দেলোয়ার হোসেন রাতুল, আখতার মাহমুদ, কামরুন্নাহার শিল্পী, সাইফুল ইসলাম খান সুমন, মোস্তাফিজুর রহমান সুমন, খালিদ মাহমুদ শাওন, সৈকত শরীফ, আমিনুল ইসলাম জুয়েল, মিল্টন, নিথর মাহবুব, শুভরাজ, নীল প্রমুখ।



