আখাউড়ায় ট্রেনে ছিনতাইয়ের চেষ্টা, ধারালো ক্ষুরসহ দুই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক:
আখাউড়া রেলওয়ে থানা-পুলিশ ট্রেনে ছিনতাইয়ের সময় দুই ছিনতাইকারীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো ক্ষুর উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২১ আগস্ট, ২০২৫) সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন বড়বাজার রেলওয়ে ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভৈরবগামী চট্টলা এক্সপ্রেসে ভিড়ের কারণে ভুক্তভোগী আলিফ হোসেন বিপ্লব (১৮) ট্রেনের ছাদে ওঠেন। এ সময় অভিযুক্ত আবদুর রহিম (২০) তার হাতে থাকা ধারালো ক্ষুর দিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা, মোবাইল ও স্বর্ণালংকার দাবি করে। আলিফ টাকা দিতে অস্বীকৃতি জানালে অপর আসামি মো. শিপন (১৯) সহ তারা তাকে ঘিরে ধরে ভয় দেখাতে থাকে।
এ সময় ট্রেনটি প্ল্যাটফর্মে পৌঁছালে উপস্থিত রেলওয়ে থানা-পুলিশ দ্রুত ছুটে গিয়ে দুই আসামিকে ছাদ থেকে নামিয়ে আটক করে। পরে তল্লাশি চালিয়ে রহিমের কাছ থেকে একটি গোলাপি রঙের প্লাস্টিকের হাতলযুক্ত ধারালো ক্ষুর (৬ ইঞ্চি দৈর্ঘ্যের) উদ্ধার করা হয়।
আটকৃতরা হলেন:
১. আবদুর রহিম (২০), পিতা- ওয়াসিম মিয়া, মাতা- মৃত পারুল বেগম, সাং-কাশিনগর, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
২. মো. শিপন (১৯), পিতা- সাহাদ মিয়া, মাতা- শাহারা বেগম, সাং-ঘুজিয়াখাইল, থানা-নাসিরনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
আখাউড়া রেলওয়ে থানার ওসি নিশ্চিত করেছেন যে, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



