হবিগঞ্জ

চুনারুঘাটে এ কে ফাউন্ডেশনের দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

এম. এস. জিলানী আখনজী

একটি মানবসেবামূলক ও অরাজনৈতিক সংগঠন “এ. কে. ফাউন্ডেশন”-এর উদ্যোগে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নে গরিব ও অসহায় চক্ষু রোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে দিনব্যাপী একটি চক্ষু শিবির মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

“এ. কে. ফাউন্ডেশন”-এর আয়োজনে শনিবার (২৩ আগস্ট) সকাল ৯টায় উপজেলার শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চক্ষু শিবির ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়। এই আয়োজনে সহযোগী সংগঠন হিসেবে ছিল ডুলনা ইয়াং স্টার সোসাইটি এবং ইসলামিক একতাবদ্ধ যুব সংঘ-গাদিশাল গেড়ারুক।

ডুলনা ইয়াং স্টার সোসাইটির প্রধান উপদেষ্টা ও এ. কে. ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, লন্ডন প্রবাসী ব্যারিস্টার আশরাফুল আলম চৌধুরীর সার্বিক সহযোগিতায় সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ছয়জন অভিজ্ঞ চিকিৎসকের একটি দল বিভিন্ন গ্রামের সুবিধাবঞ্চিত প্রায় ১২০০ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করে। এর মধ্যে বিএনএসবি চক্ষু হাসপাতালের পাঁচজন চিকিৎসক চোখে ছানি পড়া রোগীদের এবং একজন চিকিৎসক সাধারণ রোগীদের মেডিসিন ও ডায়াবেটিস-এর চিকিৎসা সেবা দেন।

সেবা নিতে আসা প্রায় ১২০০ রোগীর প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর ৭২ জন ছানি পড়া রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয় এবং তাদের মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়। সেবা নিতে আসা অন্য রোগীদের প্রাথমিকভাবে ঔষধ, চশমা এবং চোখের ড্রপ প্রদান করা হয়। উল্লেখ্য, এ পর্যন্ত এই সংগঠনের অধীনে প্রায় ৩৫০০ রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এবং ২৩০-এর অধিক দরিদ্র গ্রামীণ রোগীর ছানি (ক্যাটারাক্ট) অপারেশনসহ লেন্স স্থাপন করা হয়েছে।

ডুলনা ইয়াং স্টার সোসাইটির সভাপতি ইশতিয়াক আহমেদ চৌধুরী লিমানের পরিচালনায় ও “এ. কে. ফাউন্ডেশনের” সভাপতি আবুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ ফারুক মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ডায়াবেটিক ও জেনারেল হাসপাতালের বক্ষব্যাধি, মেডিসিন এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. মো. ওয়াহিদুল ইসলাম, শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, গেড়ারুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান শামীম, চুনারুঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আজাদ তালুকদার, ইসলামিক একতাবদ্ধ যুব সংঘ-গাদিশাল গেড়ারুকের সভাপতি নাজমুল হাসান তাহিদ ও সাধারণ সম্পাদক সুজন আহমেদ এবং শেখ সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button