জমি সংক্রান্ত বিরোধের জেরে লক্ষ্মীপুরে সন্ত্রাসী হামলায় ৯ জন আহত

নিজস্ব প্রতিবেদক
জমি সংক্রান্ত বিরোধের জেরে লক্ষ্মীপুর সদর উপজেলার ৪নং চররুহিতা ইউনিয়নের রসূলগঞ্জ বাজার সংলগ্ন আব্দুর রহিম ভূঁইয়া বাড়িতে সন্ত্রাসী হামলায় অন্তত ৯ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি ঘটে আজ রবিবার (২৪ আগস্ট) সকালে।
গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীনরা হলেন: আবদুল রহিম ভূঁইয়া ও সেলিম ভূঁইয়া।
অভিযুক্ত হামলাকারীরা হলেন একই এলাকার চররুহিতা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বকসী সরদার বাড়ির আনোয়ার, আবুল কাশেম, আবুল বাশার, ফিরোজ, লিটন, সুমন ও বেল্লাল।
স্থানীয় সূত্রে জানা যায়, আদালতের রায় ও ডিক্রি পেয়ে সেলিম ভূঁইয়া ও তার পরিবারের সদস্যরা নিজেদের জমিতে ঘর নির্মাণ করতে গেলে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে ভুক্তভোগীদের এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।



