মুরাদনগরে রাতের আঁধারে এসিল্যান্ডের সাঁড়াশি অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ড্রেজার

কৃষি জমি রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন। মাটি খেকোদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে কৃষি জমির মাটি কাটা বন্ধে কঠোর অবস্থানে নেমেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার রাতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নে রাতের আঁধারে সাঁড়াশি অভিযান চালিয়ে দুটি অবৈধ ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ ধ্বংস করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন এই অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে রাতের অভিযান
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে পাহাড়পুর ইউনিয়নের সরমাকান্দা এলাকায় রাতের অন্ধকারে কৃষি জমির টপসয়েল কেটে বিক্রি করছিল। শুক্রবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমানের কাছে এ বিষয়ে গোপন সংবাদ আসে। তার নির্দেশনায় তাৎক্ষণিকভাবে অভিযানে নামেন এসিল্যান্ড সাকিব হাছান খাঁন।
অভিযানকারী দল ঘটনাস্থলে পৌঁছে মাটি কাটার সত্যতা পায়। এসময় মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি শক্তিশালী ড্রেজার মেশিন এবং প্রায় ২,৫০০ ফুট পাইপলাইন সম্পূর্ণভাবে ধ্বংস ও অপসারণ করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি উত্তোলনকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়।
দিনভর চলেছিল অন্যান্য অভিযান
এর আগে একই দিন উপজেলার বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ সড়কে অবৈধ পার্কিং এবং ফুটপাত দখলমুক্ত করতেও অভিযান পরিচালনা করে প্রশাসন। জনদুর্ভোগ কমাতে এবং যানজট নিরসনে এই পদক্ষেপ নেওয়া হয়। দিনের ও রাতের এই দুটি অভিযানেই মুরাদনগর থানা-পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে।
প্রশাসনের কঠোর হুঁশিয়ারি
অভিযান শেষে এসিল্যান্ড সাকিব হাছান খাঁন বলেন, “কৃষি জমি আমাদের জাতীয় সম্পদ। কোনোভাবেই ফসলি জমির শ্রেণি পরিবর্তন বা মাটি কেটে এর উর্বরতা নষ্ট করতে দেওয়া হবে না। যারা রাতের আঁধারে এই অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর।”
তিনি আরও জানান, জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান নিয়মিত চলবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।



