
ডেস্ক রিপোর্ট:
সিলেটের সাদাপাথর হরিলুটের নেপথ্য ‘গডফাদার’ হিসেবে এখন সবচেয়ে আলোচিত নাম খন্দকার আব্দুল মুক্তাদির। অভিযোগ উঠেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টার পরিচয়কে ঢাল বানিয়ে তিনি বছরের পর বছর ধরে সিলেটের রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে আসছেন। স্থানীয়দের অভিযোগ, গত বছরের ৫ আগস্টের পর থেকে মুক্তাদির পুরো সিলেটে ভয় ও ত্রাসের সাম্রাজ্য গড়ে তুলেছেন।
মুক্তাদির ও তার বাহিনী কয়েক মাসে সিলেটের পর্যটন এলাকা থেকে পাথর লুট করে কয়েকশ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। তার সহযোগী হিসেবে মাঠে রয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি কয়েস লোদি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদসহ একদল ক্যাডার, যারা সিলেটকে লুটের ময়দানে পরিণত করেছে।
অভিযোগ উঠেছে, এই চক্রটি বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তাদের অপকর্ম প্রকাশ্যে এলে আসল দোষী বা ‘রাঘববোয়ালদের’ আড়াল করে ‘চুনোপুঁটিদের’ নামমাত্র শাস্তি দেওয়া হয়। বিপরীতে, মূলহোতারা দলীয় পুরস্কার ও পদোন্নতি লাভ করেন বলে অভিযোগ রয়েছে।



