র্যাব-১৩-এর অভিযানে রংপুরে ১৫৩.২০ গ্রাম হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জাকির হোসেন সুজন
রংপুরে র্যাব-১৩-এর একটি সফল অভিযানে ১৫৩.২০ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিএসসি, রংপুর-এর একটি আভিযানিক দল দুপুর ১টা ৪০ মিনিটে রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ৭ নম্বর লতিফপুর ইউনিয়নের ফতেপুর এলাকায় অভিযান পরিচালনা করে। রংপুর-বগুড়া মহাসড়কের পাশে বাতাসন ফতেপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর থেকে মোছা. নাজমা বেগমকে (৪০) গ্রেপ্তার করা হয়। পরে নারী সদস্যদের দিয়ে তার দেহ তল্লাশি করে হাতে থাকা ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে ১৫৩.২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত নাজমা বেগম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার গোগ্রাম এলাকার মৃত কাছেদ আলীর মেয়ে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১৩ জানিয়েছে, তাদের মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।



