এক্সক্লুসিভচট্টগ্রামচট্টগ্রাম বিভাগবাংলাদেশ

যৌথ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা আদায়

এম এ মান্নান

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী এবং বাকলিয়া এলাকায় র‌্যাব-৭, জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এই অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৫ লক্ষ টাকা জরিমানা এবং একটি কারখানা সিলগালা করা হয়।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় অসাধু ব্যবসায়ী চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী এবং বাকলিয়া থানা এলাকায় অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, পরিবহন ও বিপণন করে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর কর্তৃক ২৫ আগস্ট ২০২৫ তারিখ সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন রাজাখালী এবং কোতোয়ালী থানাধীন রসূল মার্কেট এলাকায় যৌথ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে পাঁচটি অবৈধ পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং একটি কারখানা সিলগালা করে দেওয়া হয়।

এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় জেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কনা এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শফিকুল ইসলামের নেতৃত্বে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি অভিযানিক দল অংশ নেয়। র‌্যাব-৭ জানিয়েছে, এ সকল অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে তাদের অভিযান চলমান থাকবে।

জরিমানা বাবদ আদায়কৃত ৫ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে এবং জব্দকৃত নিষিদ্ধ পলিথিনের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button