অপরাধআইন, ও বিচারএক্সক্লুসিভচট্টগ্রামবাংলাদেশ

সাতকানিয়ায় পুলিশের বিশেষ অভিযান: চোলাই মদসহ নারী গ্রেপ্তার, জালে আরও ৪

পৃথক অভিযানে মাদক মামলা এবং বিভিন্ন পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার করে সাতকানিয়া থানা পুলিশ।

বিশেষ প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়ায় থানা পুলিশ এক সাঁড়াশি অভিযান চালিয়ে ১৫ লিটার দেশীয় চোলাই মদসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।[1] এ ছাড়াও পৃথক অভিযানে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আরও চার আসামিকে গ্রেপ্তার করা হয়। ২৫ আগস্ট, ২০২৫ তারিখে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) এর নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।[1]

মদসহ নারী গ্রেপ্তার

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো. জাহেদুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিঃ) উত্তম কুমার রাজবংশীর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।[1] অভিযানে খুরশিদা বেগম (৪০) নামে এক নারীকে ১৫ লিটার দেশীয় চোলাই মদসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। খুরশিদা কক্সবাজার পৌরসভার বাসিন্দা হলেও সাতকানিয়ায় মাদক কারবার চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পরোয়ানাভুক্ত ৪ আসামি গ্রেপ্তার

দিনের অন্যান্য অভিযানে পুলিশ আরও চারজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

  • ফৌজদারি মামলায় গ্রেপ্তার: এসআই (নিঃ) উত্তম কুমার রাজবংশীর দল ফরিদপুরের বাসিন্দা মো. জালাল মিয়া (৩১)-কে ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় গ্রেপ্তার করে।
  • মাদক মামলার আসামি: এএসআই (নিঃ) মো. আব্দুল মতিন ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে একটি মাদক মামলার জিআর পরোয়ানাভুক্ত আসামি শহীদ (২৫)-কে গ্রেপ্তার করেন।
  • নন-জিআর মামলার দুই ভাই: এএসআই (নিঃ) মো. ইকবাল হোসেনের নেতৃত্বে পুলিশের অপর একটি দল মরফলা নবীরপাড়া থেকে নন-জিআর পরোয়ানাভুক্ত দুই ভাই আবু শামা (২৭) ও আবুল হাশেম (৩২)-কে গ্রেপ্তার করেছে।[1]

সাতকানিয়া থানা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা রক্ষা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button