অন্যান্যঅপরাধআইন, ও বিচারচট্টগ্রামচট্টগ্রাম বিভাগ

গণধর্ষণ মামলার পলাতক আসামী কাশেদ’কে গ্রেফতার করেছে র‌্যাব-০৭

এম এ মান্নান :পৃথক দুটি অভিযানে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড মডেল থানার গণধর্ষণ মামলার এজাহানামীয় পলাতক আসামী মাহবুল আলম এবং আনোয়ারা থানার গণধর্ষণ মামলার পলাতক আসামী কাশেদ’কে গ্রেফতার করেছে র‌্যাব-০৭, চট্টগ্রাম।

এরই ধারাবাহিকতায় গত ২৬ আগস্ট ২০২৫ইং তারিখে র‌্যাব-৭, চট্টগ্রাম জেলার সীতাকুন্ড এবং চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার গণধর্ষন মামলার এজাহারনামীয় পলাতক আসামী মাহবুব আলম এবং আনোয়ারা থানার গণধর্ষণ মামলার এজাহানামীয় পলাতক আসামী কাশেদ’কে গ্রেফতার করতে সক্ষম হয় । অপারেশনের বিস্তারিত নিম্নরূপঃ

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার মামলা নং-২৩, তারিখ ২১ আগস্ট ২০২৫ইং,ধারাঃ-৩২৩/৩৭৯ পেনাল কোড ১৮৬০ তৎসহ ২০১২ সালের পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইন এর ৮(১)/৮(২) এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/০৩) এর ৯(৩) মামলার ০৪নং এজাহারনামীয় পলাতক আসামী মাহবুল আলম চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৬ আগস্ট ২০২৫ ইং তারিখে আনুমানিক ১৬৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড মডেল থানাধীন উত্তর বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মাহবুল আলম(৪০), পিতা-মৃত বাবুল, সাং-জেলে পাড়া, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

খ। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার মামলা নং-০৬, তারিখ ০৬ আগস্ট ২০২৫ইং, ধারাঃ- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/২৫) এর ৯(৩)  মামলার সন্ধীগ্ধ পলাতক আসামী কাশেদ চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৬ আগস্ট ২০২৫ ইং তারিখে আনুমানিক ১৭০০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন ১৪নং বালুর টাল এলাকায় অভিযান পরিচালনা করে আসামী কাশেদ(১৯), পিতা-নূর মোহাম্মদ, সাং-বোয়ালিয়া, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদের’কে সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button