চট্টগ্রাম এবং র্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

এম এ মান্নান : চট্টগ্রামে মহানগরীর কর্ণফুলী থানার চঞ্চল্যকর স্ত্রী হত্যা মামলার পলাতক আসামী ঘাতক স্বামী মোঃ আজিজ মিয়া’কে বান্দরবান থেকে র্যাব-০৭, চট্টগ্রাম এবং র্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল কর্তৃক গ্রেফতার।
নিহত ভিকটিম পেশায় একজন গার্মেন্টস কর্মী এবং চট্টগ্রামে মহানগরীর কর্ণফুলী থানাধীন চরপাথরঘাটা এলাকায় একটি ভাড়া বাসায় স্ব-পরিবারে বসবাস করতেন। গত ৩০ জুলাই ২০২৫ইং তারিখে ভিকটিম তার কর্মস্থল থেকে নিজ বাসায় ফিরলে স্বামী মোঃ আজিজ মিয়া এর সাথে পারিবারিক কলহের জেরে বাকবিতন্ডার সৃষ্টি হয়। উক্ত বাকবিতন্ডাকে কেন্দ্র করে আজিজ মিয়া বাসায় থাকা ইট দিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুত্বর রক্তাক্ত জখম করে বাসা থেকে পালিয়ে যায়। পরর্বতীতে ভিকটিমের পরিবার স্থানীয় লোকজনের সহায়তায় ভিকটিমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিমের মৃত্যু হয়।
উক্ত ঘটনায় ভিকটিমের বড় মেয়ে বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানায় মোঃ আজিজ মিয়াকে এজাহারনামীয় প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৩১, তারিখ ৩০ জুলাই ২০২৫ইং, ধারা-৩০২ পেনাল কোড ১৮৬০।
র্যাব-৭, চট্টগ্রাম মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সূত্রে বর্ণিত মামলার এজাহারনামীয় প্রধান আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরদারীর এক পর্যায়ে র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সূত্রে বর্নিত মামলার এজাহারনামীয় প্রধান আসামী ঘাতক স্বামী মোঃ আজিজ মিয়া বান্দরবান জেলার লামা থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ২৮ আগস্ট ২০২৫ইং তারিখ আনুমানিক ০৫৩০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এবং র্যাব-১৫ কক্সবাজার এর যৌথ আভিযানিক দল বান্দরবান জেলার লামা থানাধীন মাস্টার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ আজিজ মিয়া (৫০), পিতা-নুরুল হক, সাং-দক্ষিণ পূর্ব পালং পাড়া, থানা-আলীকদম, জেলা-বান্দরবান’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।



