অন্যান্যরাজনীতি

ঢাকায়  বিএনপি’র ৩১ দফা  নিয়ে সমাবেশ অনুষ্ঠিত

শাকিলা বেগম, (ঢাকা): আজ ঢাকার উওরায়  বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি। 

ঢাকা, ১৯ আগস্ট,২৫ইং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা কর্মসূচি নিয়ে উত্তরা-পশ্চিম থানা এলাকার ফ্রেন্ডস ক্লাব মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল আয়োজিত এ  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন।

তার বক্তব্যে বলেন  স্বাস্থ্যখাতে ভয়াবহ দুরবস্থা, ক্রমবর্ধমান বেকারত্ব সমস্যা ও সমাজে কিশোর গ্যাং প্রতিরোধসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। 

তিনি আরোও বলেন, এই অব্যবস্থাপনা ও অন্যায়ের বিরুদ্ধে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এবং বিএনপি’র ঘোষিত কর্মসূচিকে সফল করতে হবে।

মুহাম্মদ আফাজ উদ্দিন দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, বাংলাদেশের মানুষ আর একদলীয় শাসন, দুর্নীতি আর দুঃশাসন মেনে নেবে না। জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপিই একমাত্র বিকল্প শক্তি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ।বিএনপি’র মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button