খিলক্ষেতে অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সময় বিস্ফোরণ, আহত ২

রোমানা সঞ্জু: রাজধানীর খিলক্ষেতে অবৈধভাবে তিতাস গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মামুন ও রাকিব নামে দুইজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, খিলক্ষেতের খাঁপাড়া এলাকার ‘মা মঞ্জিল’-এর সামনে (বাসা: খ/২২১, নামাপাড়া বোর্ডঘাট, মসজিদ রোড) একটি ভবনের নির্মাণকাজ চলছিল। এ সময় মেসার্স ভোল্ট টেক ইঞ্জিনিয়ারিং কোম্পানির স্বত্বাধিকারী খোরশেদ আলম বাবু ও তার সহযোগীরা দুই ইঞ্চি ব্যাসের একটি তিতাস গ্যাসের পাইপলাইন অবৈধভাবে বিচ্ছিন্ন করতে গেলে এই দুর্ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, বাড়ির মালিকের কাছ থেকে খোরশেদ আলম বাবু ৫ লাখ টাকার চুক্তিতে অবৈধভাবে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কাজ নেন। পরবর্তীতে অদক্ষ শ্রমিক দিয়ে কাজ করানোর সময় পাইপলাইনে ত্রুটি দেখা দিলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের পর আগুন নিয়ন্ত্রণে আনতে তিতাস গ্যাসের জরুরি দলকে (ইমার্জেন্সি কল-৩৮২) খবর দেওয়া হয়। অভিযোগ রয়েছে, টিম লিডার নাজমুল ও তার সহকারী আরিফ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর জন্য বাড়ির মালিকের সঙ্গে আরও ৪ লাখ টাকার গোপন চুক্তি করেন।
দালাল চক্রের দৌরাত্ম্য
স্থানীয়রা জানান, এ ধরনের প্রতারক চক্র রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। তাদের সহযোগিতা ছাড়া সাধারণ গ্রাহকদের গ্যাস সংযোগ পাওয়া কঠিন হয়ে পড়ে।
এই চক্রের জহির নামে এক সদস্য প্রায়ই গ্রাহকদের বাড়িতে গিয়ে নিজেকে তিতাস গ্যাসের কর্মকর্তা পরিচয় দিয়ে রেগুলেটর খুলে নিয়ে যান এবং মোটা অঙ্কের টাকা দাবি করেন। অভিযোগ রয়েছে, এই চক্রটি তিতাস গ্যাসের গুলশান অফিসে প্রভাব বিস্তার করে গ্রাহকদের ভয়ভীতি দেখায় এবং সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ সংযোগের ব্যবসা চালিয়ে যাচ্ছে।
দালাল রশিদের বিরুদ্ধে অভিযোগ
অন্যদিকে, রাজধানীর নর্দ্দা হারিস সড়ক এলাকায় আব্দুর রশিদ নামে এক দালালের বিরুদ্ধে দুই হাজারেরও বেশি অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি সাংবাদিকরা এ বিষয়ে অনুসন্ধান করতে গেলে তিনি তাদের জীবননাশের হুমকি দেন। এ ঘটনায় ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, দালাল রশিদ দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। তিতাস গ্যাস কর্তৃপক্ষের ভেতরের অসাধু চক্রের সহযোগিতা ছাড়া এত বড় পরিসরে অবৈধ সংযোগ দেওয়া সম্ভব নয়।
জনগণের দাবি
এলাকাবাসী দ্রুত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে সংশ্লিষ্ট দালাল চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।



