অপরাধদেশবাংলাদেশরাজনীতিসংগৃহীত সংবাদ

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, হাত ভাঙল সন্ত্রাসীদের পিটুনিতে

স্টাফ রিপোর্টার: চাঁদা না দেওয়ায় মো. সাইফুল্লাহ (৩২) নামে এক ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা ঘটেছে। গত ১৬ আগস্ট, শুক্রবার, দুপুরে রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় সাইফুল্লাহ মারাত্মকভাবে আহত হন। মেডিকেল রিপোর্ট অনুযায়ী, তার বাম হাত ভেঙে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বরগুনা সদর উপজেলার কালিরতবক গ্রামের মো. আবদুস সোবাহানের ছেলে সাইফুল্লাহ দীর্ঘ আট বছর ধরে রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীতে পরিবারসহ বসবাস করছিলেন। তিনি একজন কনস্ট্রাকশন সামগ্রী (ইট, বালু, পাথর, ব্লক ইত্যাদি) সরবরাহকারী ব্যবসায়ী। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি বিভিন্ন অজুহাতে তার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় এবং তাকে মারধর করে। হামলার পর তাকে মুঠোফোনে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়, যাতে তিনি হাসপাতালে ভর্তি হতে না পারেন। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে রাতের আঁধারে তিনি বরগুনায় গ্রামের বাড়িতে চলে আসেন এবং বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হন।

আহত ব্যবসায়ী সাইফুল্লাহ বলেন, “খিলগাঁওয়ের মাহাতাব মোল্লার ছেলে সুরজ মোল্লা, সৈয়দ আলীর ছেলে আলী আকবর এবং তাদের সঙ্গীরা দীর্ঘদিন ধরে আমার কাছে চাঁদা দাবি করে আসছিল। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা বেশ কয়েকবার আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। গত ১৬ আগস্ট, শুক্রবার, দুপুরে সুরজ মোল্লা, আলী আকবর ও তাদের লোকজন আমার ওপর হামলা চালায় এবং চাঁদা না দিলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়।”

তিনি আরও বলেন, “আমি তাদের ভয়ে ঢাকায় চিকিৎসা নিতে পারিনি। পরিবারসহ বরগুনায় নিজ গ্রামে চলে এসে বরগুনা সদর হাসপাতালে ভর্তি হয়েছি।”

এই ঘটনায় সাইফুল্লাহ আইনি ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালে আলী আকবর তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে, ৫ আগস্টের পর তার বিরুদ্ধে আরও দুটি ষড়যন্ত্রমূলক মিথ্যা হত্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। বর্তমানে সাইফুল্লাহ ও তার পরিবার প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button