ভিপি নূরের ওপর হামলা ‘জুলাই বিপ্লবের চেতনা নস্যাতের ষড়যন্ত্র’: মুফতি মাহবুবুর রহমান

পুলিশ ও সেনাবাহিনীর কতিপয় সদস্যকে দায়ী করে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ইকামতে ইসলাম আন্দোলন।
ডেস্ক রিপোর্ট
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশের প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব মুফতি মাহবুবুর রহমান বিন নুরি। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই হামলাকে ‘জুলাই বিপ্লবের চেতনা নস্যাৎ করার অশুভ ষড়যন্ত্র’ হিসেবে আখ্যায়িত করেছেন।
হামলার পেছনে ‘ভারতীয় এজেন্ডা’
তাহাফফুজে খতমে নবুওয়াত পরিষদ এর চেয়ারম্যান এবং ইকামতে ইসলাম আন্দোলনের প্রতিষ্ঠাতা মুফতি মাহবুবুর রহমান তার বিবৃতিতে বলেন, “ফ্যাসিবাদী চক্রের এই ন্যক্কারজনক আক্রমণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি জুলাই বিপ্লবের অর্জনকে নস্যাৎ করার একটি সুগভীর চক্রান্ত।”
তিনি এই হামলার জন্য সরাসরি পুলিশ ও সেনাবাহিনীর কতিপয় সদস্যকে দায়ী করেন। তিনি অভিযোগ করেন, “পুলিশ ও সেনাবাহিনীর আওয়ামী ফ্যাসিবাদী লীগের তাবেদার সদস্যরা ভিপি নুরকে নির্মমভাবে রক্তাক্ত করেছে। তাদের উদ্দেশ্য হলো, দেশকে আবারও অস্থিতিশীল করে তুলে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করা।”
হামলাকারীদের বিচারের দাবি
মুফতি মাহবুবুর রহমান বিন নুরি বিবৃতিতে অবিলম্বে এই হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। তিনি বলেন, যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করে বিদেশি শক্তির এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে রাজধানীর পল্টন এলাকায় এক কর্মসূচি চলাকালে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর একদল দুর্বৃত্ত হামলা চালায়, এতে তিনি গুরুতর আহত হন। এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।



