বাংলাদেশসংগৃহীত সংবাদহবিগঞ্জ

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দুদকের অভিযান

ডেস্ক রিপোর্ট

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় দুদক হবিগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মো. এরশাদ মিয়ার নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করে। এ সময় দুদকের সদস্যরা পুরো হাসপাতাল চত্বর ঘুরে দেখেন।

উপ-পরিচালক মো. এরশাদ মিয়া জানান, “আমাদের কাছে হাসপাতালের অব্যবস্থাপনা, অপরিচ্ছন্নতা ও খাবারে অনিয়ম নিয়ে অভিযোগ আসে। এরই প্রেক্ষিতে আমরা সেখানে অভিযান চালাই। অভিযানকালে খাবারের অন্যান্য সামগ্রী ঠিকঠাক পাওয়া গেলেও সকালের নাস্তায় দেওয়া পাউরুটিতে কোনো লোগো বা মেয়াদোত্তীর্ণের তারিখ পাওয়া যায়নি। ফলে এই পাউরুটি কোথা থেকে সরবরাহ করা হয়েছে বা এর মেয়াদ কতদিন, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।”

এরশাদ মিয়া আরও জানান, “হাসপাতালের পরিচ্ছন্নতার অবস্থা আজ মোটামুটি ভালো ছিল। তবে আমাদের ধারণা, অভিযানের খবর পেয়ে তারা আগেভাগেই পরিচ্ছন্নতার কাজ সেরে নিয়েছে। এছাড়াও, ২৫০ শয্যার এই হাসপাতালে আজ ৫০০-এর বেশি রোগী ভর্তি রয়েছে, যে কারণে কিছু ক্ষেত্রে অব্যবস্থাপনার চিত্র ফুটে উঠেছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের (আরএমও) মতে, ডাক্তার, নার্সসহ জনবল সংকটের কারণে এমনটা হচ্ছে।”

উপ-পরিচালক জানান, এই বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিস্তারিতভাবে জানানো হবে। এছাড়াও, শিগগিরই কোনো ঘোষণা ছাড়াই আবারও অভিযান চালানো হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আমিনুল হক সরকার বলেন, “আমরা সাধ্যমতো হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি। তবে এক্ষেত্রে ব্যবহারকারীদেরও সচেতন হতে হবে।” তিনি আরও বলেন, “পর্যাপ্ত জনবল নিয়োগ দেওয়া হলে আমাদের সংকটগুলো কেটে যাবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button