সাতকানিয়ায় পৃথক অভিযানে ধর্ষণ মামলার আসামিসহ দুজন গ্রেপ্তার

পৌরসভা এলাকা থেকে ৭৩ বছর বয়সী এক বৃদ্ধকে ধর্ষণ (বলাৎকার) মামলায় এবং পশ্চিম ডেমসা থেকে সিআর পরোয়ানার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়ায় পৃথক দুটি অভিযান চালিয়ে ধর্ষণ (বলাৎকার) মামলার এক এজাহারনামীয় আসামি এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ। রবিবার (৩১ আগস্ট, ২০২৫) উপজেলার পৌরসভা ও পশ্চিম ডেমসা ইউনিয়নে এই অভিযান দুটি পরিচালিত হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয় বলে থানা সূত্রে জানা গেছে।
ধর্ষণ (বলাৎকার) মামলার আসামি গ্রেপ্তার
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলামের তত্ত্বাবধানে পরিচালিত প্রথম অভিযানে ৭৩ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম সৈয়দ মাহফুজ উন্নবী খোকন। তিনি সাতকানিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের ভোয়ালিয়া পাড়ার ‘সাংবাদিক খোকনের বাড়ি’র বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মো. সুজাউদ্দৌলার নেতৃত্বে একটি দল খোকনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত একটি ধর্ষণ (বলাৎকার) মামলার (মামলা নং-২৪) তিনি এজাহারভুক্ত আসামি।
পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
দিনের অপর এক অভিযানে উপজেলার পশ্চিম ডেমসা এলাকা থেকে আবু জাহেদ সিকদার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার বাবার নাম নওশা মিয়া।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সুদীপ্ত রেজার তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. বেলাল হোসেন এই অভিযান পরিচালনা করেন। পুলিশ জানায়, আবু জাহেদ একটি সিআর মামলার (নং-২৬৯/২৫) গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গ্রেপ্তারকৃত দুই আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।



